Scores

ফাইনালে ‘অদ্ভুত’ নিয়মের হার এখনো পোড়ায় নিউজিল্যান্ডকে

আইসিসি ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ ফাইনালের এক বছর হয়ে গেলো, অথচ ফাইনালের হারের দুঃখ এখনো ভুলতে পারেননি দলটি সহ-অধিনায়ক টম লাথাম।

গত বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি অনেকের চোখে সেরা ম্যাচ। কেননা এমন টানটান উত্তেজনার ফাইনাল খুব কমই দেখেছে ক্রিকেট সমর্থকরা। আর তাই ম্যাচটি এখনো চোখে ভাসে ক্রিকেট সমর্থকদের। অবশ্য ম্যাচটি না ভুলারই কথা। কী ছিল না ম্যাচটিতে! ম্যাচ ফলাফল না গড়ালে সুপার ওভারে যায় ম্যাচটি। সুপার ওভারেও শেষ হয়নি ম্যাচটি।

Also Read - ম্যাচ পাতানোর উদ্দেশ্যে ভারতে ভুয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট!


শেষ বলে দুই রান প্রয়োজন হলে মাত্র এক রান নিতে সক্ষম হয় নিউজিল্যান্ড। সুপার ওভারেও টাই হলে আইসিসির বেঁধে নেওয়া বাউন্ডারির নিয়ম অনুযায়ী ফলাফল স্বাগতিক ইংল্যান্ডের পক্ষে যায়। শেষ বলে ম্যাচটির হারের ক্ষত এখনো শুকায়নি নিউজিল্যান্ডের উইকেটকিপার ব্যাটসম্যান ও সহ-অধিনায়ক টম লাথামের মন থেকে। সম্প্রতি নিউজহাবকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলে, কখনোই ম্যাচটির কথা ভুলতে পারবেন না তিনি।

“আমার মনে হয় না এই ক্ষত কখনো শুকাবে। ম্যাচটি নিয়ে অনেক আলোচনা থাকতে পারে এবং আগামী কয়েক বছরও সেই আলোচনা থাকবে। অসাধারণ এক ম্যাচ ছিল। দর্শক, মিনিটে মিনিটে ম্যাচের দৃশ্যপট বদলানো তবে ম্যাচের ফলাফল নেওয়াটা কষ্টকর ছিল। পুরো টুর্নামেন্টের আমরা বেশ ভালো করেছি, এখান থেকে গর্ব করারও অনেক বিষয় আছে।”

টম লাথামের মতো ফাইনাল ম্যাচটির কথা ভুলতে পারেননি দলটির হেড কোচ গ্যারি স্টেড। তিনি বলেন, “সত্যি বলতে ম্যাচটি নিয়ে তিক্ততার কিছু নেই। আমার মনে হয় নিউজিল্যান্ড সমর্থকরাও এটি স্বীকার করবে। তবে ম্যাচটির ফলাফল এখনো পোড়ায়।”

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

অর্ধেক ফুসফুস নিয়েই ২২ গজ মাতাচ্ছেন ব্রড

নেই শুধু পাকিস্তান, টুইটারে পাকিস্তানিদের নিন্দার ঝড়

ডি ভিলিয়ার্সের পর স্মিথের বিরুদ্ধে বর্ণবিদ্বেষের অভিযোগ

অস্ট্রেলিয়ার ইংল্যান্ড সফর চূড়ান্ত; স্কোয়াড ঘোষণা

আগেই ট্রফিতে লেখা হয় ‘ভারত’; কিন্তু জয়ী হয় পাকিস্তান