
65267
প্রকাশিত হয়েছে - 2023-08-06T23:42:51+06:00
আপডেট হয়েছে - 2023-08-06T23:42:51+06:00
গ্লোবাল টি-টোয়েন্টি কানাডার ফাইনালে মন্ট্রিয়েল টাইগার্সকে ১৩১ রানের টার্গেট দিয়েছে সারে জাগুয়ারস। ফাইনালেও বড় স্কোরের দেখা পাননি লিটন। টানা তৃতীয় ম্যাচে আউট হলেন দশের ঘরে।
টস হেরে প্রথমে ব্যাট করতে নামে সারে জাগুয়ার্স। দুই ওপেনার মোহাম্মদ হারিস ও জতিন্দর সিং মিলে গড়েন ৩৭ বলে ৩৫ রানের জুটি। পাওয়ারপ্লেটা দেখেশুনেই কাটিয়ে দেন দুই ওপেনার। সপ্তম ওভারে তাদের ওপেনিং জুটি ভাঙেন আয়ান আফজাল খান। এ স্পিনারের বলে এলবিডব্লিউ হন হারিস। ২২ বলে ২৩ রান করে প্যাভিলিয়নে যাওয়া হারিসের ইনিংসে ছিল ২ চার ও ১ ছক্কা।
এরপর তিনে নামা লিটন দাসের সাথে জুটি বাঁধেন জতিন্দর। এ ম্যাচেও বড় স্কোর গড়তে ব্যর্থ হন লিটন। তাকে দ্বিতীয় শিকারে পরিণত করেন আয়ান আফজাল খান। আয়ানের নিচু হওয়া এক কুইকার ডেলিভারি ব্যাকফুটে গিয়ে লিটন ডিফেন্স করতে গেলে তা তার ব্যাটে লেগে আঘাত করে স্টাম্পে। ১ চার মারা লিটন ১৩ বল মোকাবেলা করে রান করেন ১২।
নিস্প্রভ ছিলেন ইফতিখার আহমেদও। ৯ বলে ৮ রান করে ইফতিখার আউট হন কার্লোস ব্র্যাথওয়েটের বলে। ওপেনিংয়ে নামা জতিন্দর আঁকড়ে ধরে রাখেন উইকেট। টি-২০ মেজাজে ব্যাটিং না করতে পারলেও বোলিং সহায়ক এ উইকেটে মন্ট্রিয়েল টাইগার্সের বোলারদের সামাল দিয়ে টিকে থাকেন তিনি। তাকে সঙ্গ দেন আয়ান খান। ২ ছক্কায় ১৫ বলে ২৬ রানের কার্যকরী ইনিংস খেলেন আয়ান। আয়ানের ইনিংসে গতিশীল হয় সারে জাগুয়ারসের রানের চাকা।
শেষ বলে আউট হওয়া ফোর্ড বিদায় নেন ৪ বলে ১ রান করে। ওপেনার জতিন্দর অপরাজিত ছিলেন ৫৭ বলে ৫৬ রান করে। তার ইনিংসে ছিল ৩ চার।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।