Scores

ফাওয়াদের ১১ বছরের বিরতিতে বদলে গিয়েছেন কোহলি-স্মিথরা

পাকিস্তানি ব্যাটসম্যান ফাওয়াদ আলমের টেস্ট ক্যারিয়ারের দীর্ঘ বিরতি মনে করিয়ে দিলো এই সময়ে ক্রিকেট বিশ্ব ২২ গজ মাতানো কতজন নতুন পেয়েছেন! ২২ গজ থেকে বিদায়ও নিয়েছেন বিশ্ব মাতানো অনেক ক্রিকেটার। দীর্ঘ প্রায় ১১ বছর আগে যখন সর্বশেষ টেস্ট খেলেছিলেন তখন সাদা পোশাকে অভিষেকই হয়নি কোহলি-স্মিথদের।

ফাওয়াদের দীর্ঘ বিরতির সময়ে বদলে গিয়েছেন কোহলি-স্মিথরা

প্রত্যয়ী শুরু করেছিলেন ফাওয়াদ কিন্তু ক্যারিয়ারটাকে বড় করতে ব্যর্থ হয়েছিলেন।  ২০০৯ সালের ৯ জুলাই ২৪ বছর বয়সে টেস্ট ক্রিকেটে অভিষেক হয়েছিল তার। ২০২০ ইংল্যান্ডের বিপক্ষে প্রত্যাবর্তনের আগে ২০০৯ সালের ২৮ নভেম্বর শেষ বারের মতো পাকিস্তানের পক্ষে টেস্ট খেলতে নেমেছিলেন তিনি। মজার ব্যাপার হলো এই অপ্রত্যাশিত রেকর্ডের তালিকায় ফাওয়াদের উপরে থাকা ফ্লয়েড রেইফার দীর্ঘ ১০ বছর ১৭২ দিন ও ১০৯ ম্যাচ পরে ক্রিকেটে ফিরেছিলেন।

Also Read - ইউনিসেফের শুভেচ্ছাদূত হচ্ছেন মুশফিক


চারটি টেস্ট ম্যাচ খেলে চার মাসের মধ্যেই থেমে গিয়েছিল ফাওয়াদের টেস্ট ক্যারিয়ার। এরপরে ফিরতে তাকে অপেক্ষা করতে হলো ৮৮ ম্যাচ ও ১০ বছর ২৫৯ দিন। ম্যাচের হিসাবে দীর্ঘ সময় অপেক্ষারতের তালিকায় তিনি আছেন সপ্তম স্থানে। সবচেয়ে ১৪২ ম্যাচ পরে ক্রিকেটে ফিরেছিলেন ইংল্যান্ডের গ্যারেথ ব্যাটি। সময়ের হিসাবে ১৭ বছর ৩১৭ দিন পরে টেস্ট জার্সি গায়ে চাপিয়ে ছিলেন আরেক ইংলিশ ক্রিকেটার জর্জ গান। এছাড়া ১৭ বছর ১১১ দিন পর ফিরেছিলেন পাকিস্তানের ইউনিস আহমেদ।

ফাওয়াদ যখন সর্বশেষ টেস্ট ম্যাচ খেলেছিলেন তার দেড় বছর পরে টেস্টে অভিষেক হওয়া বিরাট কোহলি এখন বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান। আট মাস পরে অভিষেক হয় অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথের, তিন বছর পরে অভিষেক হয় জো রুটের। তবে এই বর্তমানের তিন ব্যাটসম্যানের মধ্যে রান সংগ্রহ করেছেন রুট। নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসনের অভিষেক হয় এক বছর পরে। এছাড়া ফাওয়াদের সেই ম্যাচ খেলার সময়েও খেলতেন নিউজিল্যান্ডের শেন বন্ড।

দীর্ঘদিন পরে যার অধিনায়কত্বে ফিরলেন ফাওয়াদ, সেই আজহার আলির টেস্ট ক্রিকেটে অভিষেকও ফাওয়াদের এর আগে সর্বশেষ টেস্ট ম্যাচ খেলার আট মাসে পরে হয়েছিল। সাবেক অধিনায়ক সরফরাজেরও তখন অভিষেক হয়েছিল না। এই সময়ে বদলে গিয়েছে ক্রিকেট বিশ্বের অনেক কিছুই। উঠে এসেছেন রুট-স্মিথ-কোহলিদের মতো বিশ্বসেরাটা। তাদের জীবন বদলের ছবি দেখতে দেখতে কেবল ফেরার অপেক্ষায় ছিলেন ফাওয়াদ।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

Related Articles

স্মিথের জন্য একসাথে কাজ করছে রাজস্থান ও সিএ

‘৩’ দিনের কোয়ারেন্টিনেই আইপিএলে খেলবেন ইংলিশ-অজি ক্রিকেটাররা

স্মিথকে নিয়ে দুশ্চিন্তায় রাজস্থান

আর্চার-হ্যাজলউডের বড় লাফ, সেরা পাঁচে ওকস

পাকিস্তানে জন্ম বলেই আমি খুব অলস : খাজা