ফার্গুসনের হ্যাটট্রিকে '১০৮' পুঁজি নিয়েই জিতল নিউজিল্যান্ড

Azmal Tanjim Shakirপ্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2024-11-10T23:41:22+06:00
আপডেট হয়েছে - 2024-11-10T23:41:22+06:00
ডাম্বুলার বোলিং বান্ধব উইকেটে মাত্র ১০৮ রানের পুঁজি নিয়েই বোলারদের দারুণ পারফরম্যান্সের সুবাদে জয় পেয়েছে নিউজিল্যান্ড। কিউইদের এ জয়ের ফলে ২ ম্যাচের টি-২০ সিরিজ শেষ হল সমতায়।
ডাম্বুলার উইকেট যেন ছিল ব্যাটসম্যানদের জন্য পরীক্ষাক্ষেত্র। বড় টার্নের সাথে ছিল অসমান বাউন্স। ১০৯ রান তাড়া করতে নেমে তৃতীয় ওভারেই উইকেট হারায় স্বাগতিক শ্রীলঙ্কা। মিচেল স্যান্টনারের টার্ন আর বাউন্স বুঝতেই পারেননি কুশল মেন্ডিস। দলীয় ৬ রানের মাথায় বিদায় নেন কুশল। শুরু থেকেই স্যান্টনার আর জাকারি ফোকসের নিয়ন্ত্রিত বোলিংয়ে রানের গতি বাড়াতে পারেনি শ্রীলঙ্কা। পাওয়ারপ্লের শেষ ওভারে আক্রমণে এসেই শেষ বলে লকি ফার্গুসনের ইয়র্কারের পরাস্ত হন কুশল পেরেরা। তার ব্যাটের কানা ছুঁয়ে চলে যায় উইকেটরক্ষকের গ্লাভসে।
নিজের পরের ওভারে বোলিংয়ে এসে প্রথম দুই বলে ফার্গুসন নেন দুই উইকেট। প্রথম বলে অসাধারণ এক ইয়র্কারে এলবিডব্লিউ হন কামিন্দু মেন্ডিস। পরের বল ছিল গুড লেংথে, শ্রীলঙ্কার অধিনায়ক চারিথ আসালাঙ্কা খোঁচা দিয়ে ক্যাচ দিয়ে দেন উইকেটরক্ষকের কাছে। আসালাঙ্কার উইকেট নিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন লকি ফার্গুসন। ৩৪ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় শ্রীলঙ্কা।
পঞ্চম উইকেটে ওপেনার পাথুম নিসাঙ্কার সাথে জুটি বাঁধেন ভানুকা রাজাপাকসে। নিসাঙ্কা আর ভানুকার ২৯ রানের জুটি এ লো স্কোরিং ম্যাচে ছিল বেশ মূল্যবান। ১৩ বলে ১৫ রান করে মাইকেল ব্রেসওয়েলের বলে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দেন ভানুকা। লেট কাট করতে গেলে বল চলে যায় কিপারের কাছে, প্রথম দফায় কিপার মিচেল হে ধরতে না পারলেও দ্বিতীয় দফায় দারুণ চেষ্টায় গ্লাভসবন্দী করেন।
এক প্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যান নিসাঙ্কা। তাকে সঙ্গ দিতে পারেননি ওয়ানিন্দু হাসারাঙ্গাও। ইনিংসের ১৪তম ওভারে ফোকসের নো বলে চার হাঁকান নিসাঙ্কা। ঐ ওভারে নিসাঙ্কার অসাধারণ এক শট বাজপাখির মতো উড়ে ঠেকিয়ে দেন মাইকেল ব্রেসওয়েল। তবে পরের বলেই ফোকসের বাউন্সারে হাসারাঙ্গা ক্যাচ তুলে দিলে ম্যাচে বেড়ে যায় নিউজিল্যান্ডের নিয়ন্ত্রণ।
পরের ওভারে ব্রেসওয়েলের টার্ন আর বাউন্সে পরাস্ত হতে থাকা দুনিথ ভেল্লালাগে আউট হয়ে যান উইকেটরক্ষককে ক্যাচ দিয়ে। টার্ন করে বেরিয়ে যেতে থাকা এক বলে কাট করতে গিয়ে আউট হন তিনি।
ফিলিপ্স আর ব্রেসওয়েলের আঁটসাঁট বোলিংয়ে আস্কিং রান রেটের চাপ বাড়তে থাকে শ্রীলঙ্কার। ছয় অতিক্রম করে ১৭তম ওভার শেষে তা উঠে যায় সাতের ওপর। মাহিশ থিকশানা আর নিসাঙ্কা নিয়মিত প্রান্তবদল করে দলকে ম্যাচে টিকিয়ে রাখেন। ১৯তম ওভারে চার মারেন থিকশানা।
শেষ ওভারে শ্রীলঙ্কার প্রয়োজন ছিল ৮ রান। ফিলিপ্স শেষ ওভারে এসে দ্বিতীয় বলে তুলে নেন পাথুম নিসাঙ্কার উইকেট। অর্ধশতক পূর্ণ করা নিসাঙ্কা স্ট্রাইক পান দ্বিতীয় বলে। দ্রুত ম্যাচ শেষ করতে চেয়েছিলেন তিনি। স্লগ সুইপ করতে গিয়ে ক্যাচ তুলে দেন লং অনে। ৫১ বলে ৫২ রানের ইনিংস খেলে নিসাঙ্কা ফেরত যাওয়ার পরের বলেই বিদায় নেন পাথিরানা। ডিফেন্স করতে গিয়ে হারান ভারসাম্য। তাকে স্টাম্পিং করে পাঁচ ডিসমিসাল পূর্ণ করেন কিউই কিপার।
হ্যাটট্রিকের সুযোগ ছিল ফিলিপ্সের সামনে। চতুর্থ বলে তা হতে দেননি থুসারা, নেন সিঙ্গেল। কিন্তু পরের বলেই হাওয়ায় তুলে দেন থিকশানা, ক্যাচ নিয়ে এক ইনিংসে ছয় ডিসমিসালের পাশাপাশি দলের জয় নিশ্চিত করেন মিচেল হে।
এর আগে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম বলেই উইকেট হারায় নিউজিল্যান্ড। অসাধারণ এক ইনসুইঙ্গিং ইয়র্কারে রবিনসনকে বোল্ড করেন থুসারা। নিজের পরের ওভারে এসে থুসারা তুলে নেন মার্ক চ্যাপম্যানের উইকেট। ধুঁকতে থাকা নিউজিল্যান্ডের হয়ে লড়াই চালিয়ে যান উইল ইয়ং। ৩২ বলে ৩০ রান করেন তিনি। ফিলিপ্স, ব্রেসওয়েল, হে বিদায় নেন এক অঙ্কের ঘরে। ৫২ রানে ৬ উইকেট হারানোর পর ক্লার্কসনকে সাথে নিয়ে স্যান্টনার যোগ করেন ৩২ রান। তাদের জুটিতে ভর করে দলীয় শতক পার করে নিউজিল্যান্ড।
অধিনায়ক স্যান্টনারের ব্যাট থেকে আসে ১৯। দুই ছক্কা মারা ক্লার্কসন করে ২৫। ১৯.৩ ওভারে অলআউট হয়ে যাওয়া নিউজিল্যান্ড করে ১০৮।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।