Scores

ফিক্সিং কলঙ্কে ভারত-পাকিস্তানের দুই ক্রিকেটার!

ক্রিকেটে ফিক্সিং নতুন কিছু নয়। আগে এটার প্রবণতা কম থাকলেও দিনের পর দিন এইটা বেড়েই চলেছে। আগে শুধুমাত্র আন্তর্জাতিক ক্রিকেটে ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িত থাকার নজির থাকলেও সেটি এখন চলে গিয়েছে অন্য মাত্রায়। বর্তমানে বেড়েছে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের সংখ্যা। যার কারণে বেড়েছে ফিক্সিংয়ের সংখ্যাও।

ফিক্সিং কলঙ্কে ভারত-পাকিস্তানের দুই ক্রিকেটার!

অনেক ক্রিকেটারই এখন ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্টে ফিক্সিংয়ের সাথে জড়িত থাকেন। ক্রিকেটে জুয়াড়িদের আনাগোনা শুধু মাঠেই অব্যাহত থাকেনি, চায়ের দোকানেও বর্তমানে চলছে জুয়াড়িদের মেলা। ফিক্সিংয়ের সঙ্গে জড়িত থাকতে দেখা যায় পাকিস্তান ও ভারতের ক্রিকেটারদের। বর্তমানে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি ক্রিকেটের অন্যতম বড় আসর আইপিএলে এর মাত্রা অনেকটাই বেড়েছে।

Also Read - ফিক্সিংয়ে জড়িত গলের কিউরেটর!


শুধু আইপিএলই নয়, পাকিস্তানের টি-টোয়েন্টি লিগ পিএসএলে ফিক্সিংয়ের সঙ্গে জড়িত হয়ে নিষিদ্ধ হয়েছেন বেশ কয়েকজন পাকিস্তানি ক্রিকেটার। এবার ফিক্সিং কেলেঙ্কারিতে ফেঁসে গেলেন ভারতের রাজ্য দলের ক্রিকেটার রবিন মরিস এবং মাত্র ১৪ বছর বয়সে পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া হাসান রাজা।

আল জাজিরা চ্যানেলে ফিক্সিং নিয়ে চ্যানেলটির রিপোর্টারের সঙ্গে আলোচনা করতে দেখা যায় ভারত ও পাকিস্তানের এই দুই ক্রিকেটারকে। পরিচয় গোপন রেখে তথ্য বের করার চেষ্টা করলেও সেই আলোচনায় কোন সাড়া দেননি পাকিস্তানের হাসান রাজা। তবে পরবর্তীতে চ্যানেলটির রিপোর্টার পরিচয় দিলে ফিক্সিং সম্পৃক্ত সবকিছু অস্বীকার করেন ভারতের রবিন মরিস।

আজ রবিবার চ্যানেলটিতে ফিক্সিং নিয়ে তথ্য অনুসন্ধান প্রোগ্রামটি সম্প্রচার করবে। সেখানে আলোচনার মূল বিষয় থাকবে টি-টোয়েন্টিতে স্পট ফিক্সিং এবং বেটিং নিয়ে। মরিস জানান, এই ধরণের কাজের জন্য ‘এ’ গ্রেডের ক্রিকেটার জড়িত থাকবেন। শুধু ‘এ’ গ্রেডেরই নয় বি, সি এবং ডি গ্রেডের ক্রিকেটারদের নিয়েও আগ্রহ প্রকাশ করতে দেখা যায় তাকে।

টি-টোয়েন্টি লিগের পর অভিযোগ উঠেছে শ্রীলঙ্কার পিচ কিউরেট নিয়েও। ২০১৬ তে অস্ট্রেলিয়া এবং ২০১৭ তে ভারতের বিপক্ষে খেলেছিল শ্রীলঙ্কা। আল জাজিরার প্রকাশিত এক প্রতিবেদনে জানায়, ওইসব ম্যাচে শ্রীলঙ্কার পিচ কিউরেটরও জড়িত রয়েছেন। ওই প্রতিবেদনে আরও জানানো হয় ইংল্যান্ডের মাটিতে বসতে যাওয়া সিরিজেও ফিক্সিং নিয়ে কাজ করা হবে।

আরও পড়ুনঃ ফিক্সিংয়ে জড়িত গলের ক্রিকেটার!

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

‘আফ্রিদি আমার সাথে ধর্মের কারণে বৈষম্য করতো’

ভিডিওবার্তায় দেশবাসীর কাছে ভিক্ষা চাইলেন জাভেদ মিঁয়াদাদ

‘আমাকে ক্রিকেট চালানোর দায়িত্ব দেওয়া উচিত ছিল’

স্থগিত করা হলো বাংলাদেশ-পাকিস্তান সিরিজ

পাকিস্তানকে ‘না’ দক্ষিণ আফ্রিকার