Scores

ফিক্সিং প্রমাণিত হওয়ায় বড় শাস্তির মুখে সাবেক লঙ্কান ক্রিকেটার

ফিক্সিং প্রমাণিত হওয়ায় বড় শাস্তির মুখে পড়েছেন শ্রীলঙ্কার হয়ে ১০ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলা সাবেক পেসার নুয়ান জয়সা। দুর্নীতি-বিরোধী চারটি পৃথক ধারা ভঙ্গের অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে তাকে। 

ফিক্সিং প্রমাণিত হওয়ায় বড় শাস্তির মুখে সাবেক লঙ্কান ক্রিকেটারফিক্সিং সংক্রান্ত দুর্নীতির অভিযোগে জয়সাকে বহিস্কার করা হয়েছিল আগেই। এখনো তার সেই বহিস্কারাদেশ বহাল রাখা হয়েছে। আইসিসি জানিয়েছে, তার শাস্তির বিষয়ে শীঘ্রই জানানো হবে।

Also Read - মুসলিম হয়েও ইংল্যান্ডে কখনো ‘বর্ণবাদের’ শিকার হননি মঈন

জয়সার বিরুদ্ধে ম্যাচ গড়াপেটায় জড়িত থাকার অভিযোগ এসেছিল দুই বছর আগে। সেই ঘটনায় এবার তিনি দোষী সাব্যস্ত হয়েছেন। আইসিসির দুর্নীতি বিরোধী ২.১.১, ২.১.৪ ও ২.৪.৪ নম্বর ধারা ভঙ্গ করেছেন তিনি। এই তিন ধারা অনুযায়ী, জয়সা নিজে ম্যাচ গড়াপেটা করেছেন অথবা কাউকে ম্যাচ গড়াপেটার প্রস্তাব দিয়েছেন অথবা দুর্নীতির প্রস্তাব পেলেও তা গোপন করেছেন অর্থাৎ দুর্নীতি বিরোধী ইউনিটকে অবহিত করেননি।

আরব আমিরাতের টি-টেন লিগে ম্যাচ গড়াপেটায় অভিযুক্ত করে দুই বছর আগেই জয়সাকে বহিস্কার করে আইসিসি। খেলোয়াড়ি জীবনের পর কোচিংয়ে জায়গা পাকা করেছিলেন জয়সা। ২০১৫ সালে শ্রীলঙ্কা জাতীয় দলের কোচিং প্যানেলে যুক্ত হন বোলিং কোচ হিসেবে। তবে সম্ভাবনাময় কোচিং ক্যারিয়ার রীতিমত থমকে গেছে ফিক্সিংয়ের অন্ধকার ছায়ায়।

৪২ বছর বয়সী জয়সা শ্রীলঙ্কা জাতীয় দলের হয়ে ৩০টি টেস্ট ও ৯৫টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। ১৯৯৭ থেকে ২০০৭ সাল পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট মাতিয়েছেন এক সময়ের সাড়া জাগানো বাঁহাতি পেসার। খেলোয়াড়ি জীবনে সমৃদ্ধ পরিসংখ্যানের অধিকারী ছিলেন তিনি। আছে ১১৮টি প্রথম শ্রেণির ম্যাচ ও ১৮৭টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলার অভিজ্ঞতা।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 


Related Articles

আইসিসির আসর আয়োজনের জন্য এ বছরই লড়বে পিসিবি

দশকসেরা একাদশের ক্যাপ পেলেন সাকিব

‘ফিক্সিংয়ের দেশ’ শ্রীলঙ্কা নিয়ে ইংল্যান্ডকে বাড়তি সতর্কবার্তা আইসিসির

ক্ষমা চাইল অস্ট্রেলিয়া, আইসিসির নিন্দা

আইসিসির ভুলে আফগানিস্তানের পেছনে পড়েছিল বাংলাদেশ