Scores

ফিটনেস উন্নতিই মূল লক্ষ্য তাসকিনের

বেশ কয়েকদিন আগে বিসিবির ঘোষিত নতুন কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন তরুণ পেসার তাসকিন আহমেদ। সাম্প্রতিক সময়ে তার পারফরম্যান্স নজর কাড়তে পারেনি বিসিবির। যার কারণে বাদ পড়তে হলো তাঁকে। সর্বশেষ শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় নিদাহাস ট্রফিতে জাতীয় দলে ডাক পেয়েছিলেন তাসকিন।

ফিটনেস উন্নতিই মূল লক্ষ্য তাসকিনের

এর আগে গত বছর জাতীয় দলের হয়ে শেষ সিরিজ খেলেছিলেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। সেই সফরে তাসকিনের বাজে ফর্ম ও ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্টে বিপিএলে নিজের হারানো ছন্দ ফিরে না পাওয়াতে ডাক পাননি ঘরের মাঠে সিরিজে। ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) এ সন্তোষজনক পারফরম্যান্স না হওয়ার স্বত্বেও ডাক পান দলে।

Also Read - ‘২০১৯ বিশ্বকাপে ভারতই ফেবারিট’

নিদাহাস ট্রফিতেও নামের প্রতি সুবিচার করতে পারেননি তাসকিন। বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়ার ‘হোঁচট’কে চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছেন এই পেসার। অতীতের ভুলগুলো শুধরে সামনে এগিয়ে যেতে চান তিনি। এছাড়াও এই সময়ে সিনিয়র ক্রিকেটারদের সঙ্গেও পরামর্শ করছেন বলে জানিয়েছেন তিনি।

‘যা হয়ে গেছে, তা নিয়ে আসলে ভেবে লাভ নেই। কী কী ভুল ছিল, কী কী শোধরানো যায় ওইগুলা নিয়ে চিন্তা করছি। সিনিয়রদের সঙ্গে কথা বলছি।’

বর্তমানে জিম করেই সময় কাটাচ্ছেন তাসকিন। ডিপিএলের সময় চোট পান তাসকিন। চোট নিয়ে খেলে যাওয়াতে নিজের পারফরম্যান্স আরও বাজে হয়েছে জানিয়েছেন এই পেসার। তাই চোট মুক্ত হয়েই ফিরতে চান তিনি। এছাড়াও বর্তমানে ফিটনেস উন্নতিতেই মূল নজর তাসকিনের। ফিটনেসে উন্নতি হলেই ভুলগুলো শুধরাতে পারবেন তিনি।

‘সব মিলিয়ে চিন্তা করলাম ফিটনেস আরও বাড়াতে হবে। নিজেকে আরও ফিট করতে হবে। যেহেতু আমার একটা ইনজুরি আছে। আমি যদি শতভাগ ফিট থাকি তাহলে এই জিনিসগুলা কাজ করতে পারব। সামনে যে ক্যাম্পগুলো আছে তার আগেই উন্নতি করে ক্যাম্পে ঢুকতে চাই।’

নিজের এই দুঃসময়ে কাছে পেয়েছেন নিজের আদর্শ, মাশরাফি মুর্তজাকে। এই খারাপ সময়ে সিনিয়রদের থেকেই অনুপ্রেরণা খুঁজে পান বলে জানিয়েছেন তিনি। তাসকিন বাদেও বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন কায়েস, মোসাদ্দেক, সাব্বির, সৌম্য, রাব্বি।

আরও পড়ুনঃ আফগানদের বিপক্ষে মূল দলই পাঠাবে বিসিবি

Related Articles

“দেশের হয়ে খেলতে এসেছি, এটাও আনন্দের বিষয়”

পুরনো তাসকিন, নতুন তাসকিন

বড় লিডের পর তাসকিনের সাফল্য, অস্বস্তিতে জিম্বাবুয়ে

তাসকিনকে রোনালদোর মতো হতে বলেন তার বাবা

রিয়াদের কাছে দুই পার্টনারশিপই সমান গুরুত্বপূর্ণ