Scores

ফিটনেস পরীক্ষায় উতরালেই খেলতে পারবেন শাহাদাত

অভব্য আচরণে বারবার নেতিবাচক খবরে ধরা দিতেন তিনি। বাধ্য হয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করে শাহাদাত হোসেন রাজিবকে। তবে আবেদনের প্রেক্ষিতে তার সেই নিষেধাজ্ঞা হুট করেই তুলে নেওয়া হচ্ছে।

মাঠের ভেতর সতীর্থকে লাঞ্ছিত করে ৫ বছরের নিষেধাজ্ঞা

শাহাদাতের শাস্তি মওকুফের আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি। তবে ঘরোয়া ক্রিকেটে ফিরতে কার্যত আর কোনো বাধা নেই তার। ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হলেও আসন্ন জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) দিয়ে খেলায় ফিরতে পারবেন তিনি। এ মাসেই এনসিএলের নতুন আসর শুরু হওয়ার কথা রয়েছে।

Also Read - নিউজিল্যান্ডের কন্ডিশন এবার ভোগাচ্ছে না টাইগারদের


বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান। সাবেক এই অধিনায়ক বলেন, ‘ও অনেকটাই ভালো পর্যায়ে আছে। আমরাও চাচ্ছি ও ঘরোয়া ক্রিকেটে ফিরে আসুক। দুই-একদিনের মধ্যে চূড়ান্ত হতে পারে (নিষেধাজ্ঞা উঠে যাওয়ার আনুষ্ঠানিক ঘোষণা)। জাতীয় লিগে খেলতে হলে ওকে ফিটনেস টেস্টে পাশ করতে হবে।’

বাংলাদেশ টেস্ট দলে একসময় অবিচ্ছেদ্য অংশ ছিলেন শাহাদাত। খেলেছেন সীমিত ওভারের দলেও। নানা কুকীর্তিতে বারবার নেতিবাচক খবরের শিরোনাম হয়েছিলেন। ২০১৯ সালে জাতীয় ক্রিকেট লিগে সতীর্থকে লাঞ্ছিত করে ৫ বছরের নিষেধাজ্ঞা পান। শাহাদাতের সেই নিষেধাজ্ঞা এখনো চলছে।

সম্প্রতি মায়ের চিকিৎসার জন্য অর্থাভাবের কথা উল্লেখ করে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আবেদন জানান শাহাদাত। বোর্ডের কাছে আবেদনের পাশাপাশি বার্তা দিয়েছিলেন গণমাধ্যমকেও। মানবিক দিক বিবেচনায় শাহাদাতের নিষেধাজ্ঞা প্রত্যাহারের আবেদন মঞ্জুর হচ্ছে। গত সপ্তাহে বোর্ডের পক্ষে গণমাধ্যমকে এই খবরও জানিয়েছিলেন আকরাম।

Related Articles

মুশফিকের ব্যাপারে ‘ইতিবাচক’, সাকিবের ব্যাপারে ‘মুখে তালা’ বিসিবির

বাড়ছে তামিম-মুশফিকদের পারিশ্রমিক

সিডন্সকে চান না ডমিঙ্গো, দ্বিধায় সিনিয়র ক্রিকেটাররাও

হেরাথের সাথে বনিবনা হয়নি বিসিবির

লুইসে অনাগ্রহ, নতুন কোচ চূড়ান্তের দ্বারপ্রান্তে বিসিবি