Scores

ফিরে দেখা: স্টার স্পোর্টসের ৫ ব্যর্থ বিজ্ঞাপন

অস্ট্রেলিয়া দল শক্তিশালী ভারতকে তাদের ঘরের মাঠে সিরিজ হারাবে তা হয়তো অধিকাংশ ক্রিকেট ভক্ত কল্পনাও করতে পারেননি। এই ভারত দল মাসখানেক আগেই অজিদের তাদের ঘরের মাটিতে টেস্ট ও ওয়ানডে সিরিজে হারিয়ে এসেছে। তাই অনেকে হয়তো ধরেই নিয়েছিল খর্ব শক্তির অস্ট্রেলিয়া দলকে বলে কয়ে হারাবে ভারত। তাই তো সিরিজের আগেই অস্ট্রেলিয়া দলকে পরোক্ষভাবে অপমান করে বিরেন্দর শেবাগের সাথে একটি বিজ্ঞাপন তৈরী করে স্টার স্পোর্টস। যেখানে অজি দলকে দেখানো হয় শিশু হিসেবে যাদের শেবাগ কোলে নিয়ে ঘুরছে।

অস্ট্রেলিয়া দল শক্তিশালী ভারতকে তাদের ঘরের মাঠে সিরিজ হারাবে তা হয়তো অধিকাংশ ক্রিকেট ভক্ত কল্পনাও করতে পারেনি। এই ভারত দল মাস খানেক আগেই অজিদের তাদের ঘরের মাটিতে টেস্ট ও ওয়ানডে সিরিজে হারিয়ে এসেছে। তাই অনেকে হয়তো ধরেই নিয়েছিল খর্ব শক্তির অস্ট্রেলিয়া দলকে বলে কয়ে হারাবে ভারত। তাই তো সিরিজের আগেই অস্ট্রেলিয়া দলকে পরোক্ষভাবে অপমান করে বিরেন্দর শেবাগের সাথে একটি বিজ্ঞাপন তৈরী করে স্টার স্পোর্টস। যেখানে অজি দলকে দেখানো হয় শিশু হিসেবে যাদের শেবাগ কোলে নিয়ে ঘুরছে। তবে সিরিজ শেষে ফলাফল উল্টো। টি টোয়েন্টিতে হোয়াইটওয়াশের পাশাপাশি ওয়ানডে সিরিজও ৩ - ২ ব্যবধানে জিতে নিয়েছে অজিরা। এতে বেশ সমালোচনার মুখে পড়েছে স্টার স্পোর্টস। সামাজিক মাধ্যমে তাদের বিজ্ঞাপনকে স্মরন করিয়ে দিয়ে ভক্তরা ট্রল করছেন শেবাগ ও ভারতীয় ক্রিকেট দলকে। তবে স্টার স্পোর্টসের এই ধরনের অতিরিক্ত আত্মবিশ্বাসী বিজ্ঞাপন নতুন নয়। পূর্বেও সিরিজ শুরু হওয়ার আগে একাধিক বার প্রতিপক্ষকে ছোট করে বিজ্ঞাপন তৈরী করে স্টার স্পোর্টস, তবে সিরিজ শেষে খোদ ভারতীয় দলকেই ট্রলের শিকার হতে হয়েছে অধিকাংশ সময়। জেনে নেওয়া যাক এমন কিছু বিজ্ঞাপনের কথা। ১. ২০১২ ইংল্যান্ড সিরিজ ২০১১তে ঘরের মাটিতে টেস্ট সিরিজে ভারতকে হোয়াইটওয়াশ করার পর ২০১২ সালে ভারত সফর করে ইংল্যান্ড দল। ভারতীয় দলের কাছে সুযোগ ছিলো প্রতিশোধ নেওয়ার ২০১১ সালের টেস্ট ধবল ধোলাইয়ের। স্টার স্পোর্টস এই প্রতিশোধের স্পৃহায় আগুন ঢালার জন্য প্রচার করে " আংরেজো কি পুংগি বাজা দেংগে " টাইটেলের বিজ্ঞাপন। যার বাংলা অনুবাদ সরাসরি বলা অস্বস্তিকর। সিরিজটি ইংল্যান্ড ২ -১ এ ভারতকে হারিয়ে জিতে নেয়। ২৮ বছর পর ভারতের মাটিতে টেস্ট সিরিজ জয় করে ইংল্যান্ড সেইবার। বিজ্ঞাপনটির জন্য বেশ সমালোচনার মুখে পড়তে হয় স্টার স্পোর্টসকে সিরিজ শেষে। ২. ২০১২ - ২০১৩ পাকিস্তান সিরিজ, আনে দো বিজ্ঞাপন ২০১২ সালে দীর্ঘ সময় পর পাকিস্তান দল ভারত সফর করে ওয়ানডে ও টি টোয়েন্টি সিরিজের জন্য। সিরিজের আগে স্টার স্পোর্টস প্রচার করে আনে দো ( আসতে দাও তাদের) বিজ্ঞাপন। বিজ্ঞাপনটির মাধ্যমে পাকিস্তান দলকে এক প্রকার সতর্কবার্তা দেওয়া হয় আসলে তাদের দেখে নেওয়া হবে ( হারিয়ে দেওয়া হবে)। তবে সিরিজে টি টোয়েন্টি সিরিজ ১ - ১ এ ড্র হয় ও ওয়ানডে সিরিজ ২ - ১ এ জিতে সিরিজ জিতে নেয় পাকিস্তান । ফলে সিরিজ শেষে পাকিস্তানে বেশ ট্রলের শিকার হয় এই বিজ্ঞাপন। পাকিস্তানেও সিরিজ শেষে পাল্টা ট্রল ভিডিও তৈরী হয় এসে আমরা দেখিয়ে দিলাম শিরোনামে। ৩ . ২০১৫ বিশ্বকাপ, উই ওন্ট গিভ ইট ব্যাক ২০১৫ বিশ্বকাপের আগে স্টার স্পোর্টস ভারতীয় খেলোয়াড়দের নিয়ে উই ওন্ট গিভ ইট ব্যাক ( আমরা এটা ফিরিয়ে দেবো না) শিরোনামে একটি বিজ্ঞাপন করে। যা ভারতে বেশ জনপ্রিয় হয়। তবে বিশ্বকাপের শেষে ভারত বিশ্বকাপ দিতে না চাইলেও অজিরা সেটা তাদের কাছ থেকে সেটা নিয়েই যায় সেমিফাইনালে পরাজিত করে। ফলে বিশ্বকাপ শেষে এই বিজ্ঞাপনটিকেও হতে হয় ব্যাপক ট্রলের সম্মুখীন। ৪ . ২০১৫ বাংলাদেশ সিরিজ, বাচ্চা বাচ্চা বিজ্ঞাপন ২০১৫ বিশ্বকাপের পরই বাংলাদেশে সিরিজ খেলতে আসে ভারতীয় দল। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের পর বেশ উত্তপ্ত ছিলো দুই দেশের সামাজিক যোগাযোগ মাধ্যম। সিরিজের আগে বাংলাদেশকে বাচ্চা হিসেবে দেখিয়ে বিজ্ঞাপন তৈরী করে স্টার স্পোর্টস। যদিও বিজ্ঞাপনে বলা হয় বাচ্চা এখন খেলা শিখে গেছে তবে নিজেদের জাতীয় দলকে বাচ্চা বলে সম্বোধন করা মেনে নিতে পারেনি বাংলাদেশী ভক্তরা। সেই সিরিজে ওয়ানডেতে ভারতকে ২-১ এ হারিয়ে প্রথমবারের মতো ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয় করে বাংলাদেশ। তাই সিরিজ শেষে বাংলাদেশী ভক্তদের তোপের মুখে পড়তে হয় স্টার স্পোর্টস ও ভারতীয় দলকে। ৫ . ২০১৯ অস্ট্রেলিয়া সিরিজ, বেবি সিটার বিজ্ঞাপন চলমান সিরিজের আগে করা এই বিজ্ঞাপনটিকে ভালোভাবে নেয়নি ক্রিকেট ভক্তরা। তবে অস্ট্রেলিয়া দল তাদের অসাধারণ পারফরম্যান্সে এই অপমানের জবাব মাঠেই দিয়ে দিলো। তারা হয়তো স্টার স্পোর্টসকে একটি সতর্কবার্তাও দিয়ে দিলো ভবিষ্যতে প্রতিপক্ষকে অপমান করে পুনরায় এমন সমালোচনার শিকার হতে হবে তাদের। তবে দেখার বিষয় হবে বিতর্কিত শিরোনামে বিজ্ঞাপন বানিয়ে বারবার ব্যর্থ হওয়া স্টার স্পোর্টস এইবার বিশ্বকাপের জন্য কি ধরনের বিজ্ঞাপন নিয়ে আসে।
ছবি : স্টার স্পোর্টস

তবে সিরিজ শেষে ফলাফল উল্টো। টি টোয়েন্টিতে হোয়াইটওয়াশের পাশাপাশি ওয়ানডে সিরিজও ৩ – ২ ব্যবধানে জিতে নিয়েছে অজিরা। এতে বেশ সমালোচনার মুখে পড়েছে স্টার স্পোর্টস। সামাজিক মাধ্যমে তাদের বিজ্ঞাপনকে স্মরন করিয়ে দিয়ে ভক্তরা ট্রল করছেন শেবাগ ও ভারতীয় ক্রিকেট দলকে। তবে স্টার স্পোর্টসের এই ধরনের অতিরিক্ত আত্মবিশ্বাসী বিজ্ঞাপন নতুন নয়। পূর্বেও সিরিজ শুরু হওয়ার আগে একাধিক বার প্রতিপক্ষকে ছোট করে বিজ্ঞাপন তৈরী করে স্টার স্পোর্টস, তবে সিরিজ শেষে খোদ ভারতীয় দলকেই ট্রলের শিকার হতে হয়েছে অধিকাংশ সময়। জেনে নেওয়া যাক এমন কিছু বিজ্ঞাপনের কথা।

১. ২০১২ ইংল্যান্ড সিরিজ

Also Read - ক্রাইস্টচার্চ টেস্টে অনিশ্চিত তামিম


২০১১তে ঘরের মাটিতে টেস্ট সিরিজে ভারতকে হোয়াইটওয়াশ করার পর ২০১২ সালে ভারত সফর করে ইংল্যান্ড দল। ভারতীয় দলের কাছে সুযোগ ছিলো প্রতিশোধ নেওয়ার ২০১১ সালের টেস্ট ধবল ধোলাইয়ের। স্টার স্পোর্টস এই প্রতিশোধের স্পৃহায় আগুন ঢালার জন্য প্রচার করে ” আংরেজো কি পুংগি বাজা দেংগে ” টাইটেলের বিজ্ঞাপন। যার বাংলা অনুবাদ সরাসরি বলা অস্বস্তিকর। সিরিজটি ইংল্যান্ড ২ -১ এ ভারতকে হারিয়ে জিতে নেয়। ২৮ বছর পর ভারতের মাটিতে টেস্ট সিরিজ জয় করে ইংল্যান্ড সেইবার। বিজ্ঞাপনটির জন্য বেশ সমালোচনার মুখে পড়তে হয় স্টার স্পোর্টসকে সিরিজ শেষে।

২. ২০১২ – ২০১৩ পাকিস্তান সিরিজ, আনে দো বিজ্ঞাপন

২০১২ সালে দীর্ঘ সময় পর পাকিস্তান দল ভারত সফর করে ওয়ানডে ও টি টোয়েন্টি সিরিজের জন্য। সিরিজের আগে স্টার স্পোর্টস প্রচার করে আনে দো ( আসতে দাও তাদের) বিজ্ঞাপন। বিজ্ঞাপনটির মাধ্যমে পাকিস্তান দলকে এক প্রকার সতর্কবার্তা দেওয়া হয় আসলে তাদের দেখে নেওয়া হবে ( হারিয়ে দেওয়া হবে)। তবে সিরিজে টি টোয়েন্টি সিরিজ ১ – ১ এ ড্র হয় ও ওয়ানডে সিরিজ ২ – ১ এ জিতে সিরিজ জিতে নেয় পাকিস্তান । ফলে সিরিজ শেষে পাকিস্তানে বেশ ট্রলের শিকার হয় এই বিজ্ঞাপন। পাকিস্তানেও সিরিজ শেষে পাল্টা ট্রল ভিডিও তৈরী হয় এসে আমরা দেখিয়ে দিলাম শিরোনামে।

ফিরে দেখা : স্টার স্পোর্টসের ৫ ব্যর্থ বিজ্ঞাপন
ছবি : স্টার স্পোর্টস

৩ . ২০১৫ বিশ্বকাপ, উই ওন্ট গিভ ইট ব্যাক

২০১৫ বিশ্বকাপের আগে স্টার স্পোর্টস ভারতীয় খেলোয়াড়দের নিয়ে উই ওন্ট গিভ ইট ব্যাক ( আমরা এটা ফিরিয়ে দেবো না) শিরোনামে একটি বিজ্ঞাপন করে। যা ভারতে বেশ জনপ্রিয় হয়। তবে বিশ্বকাপের শেষে ভারত বিশ্বকাপ দিতে না চাইলেও অজিরা সেটা তাদের কাছ থেকে সেটা নিয়েই যায় সেমিফাইনালে পরাজিত করে। ফলে বিশ্বকাপ শেষে এই বিজ্ঞাপনটিকেও হতে হয় ব্যাপক ট্রলের সম্মুখীন।

ফিরে দেখা : স্টার স্পোর্টসের ৫ ব্যর্থ বিজ্ঞাপন
ছবি : স্টার স্পোর্টস

৪ . ২০১৫ বাংলাদেশ সিরিজ, বাচ্চা বাচ্চা বিজ্ঞাপন

২০১৫ বিশ্বকাপের পরই বাংলাদেশে সিরিজ খেলতে আসে ভারতীয় দল। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের পর বেশ উত্তপ্ত ছিলো দুই দেশের সামাজিক যোগাযোগ মাধ্যম। সিরিজের আগে বাংলাদেশকে বাচ্চা হিসেবে দেখিয়ে বিজ্ঞাপন তৈরী করে স্টার স্পোর্টস। যদিও বিজ্ঞাপনে বলা হয় বাচ্চা এখন খেলা শিখে গেছে তবে নিজেদের জাতীয় দলকে বাচ্চা বলে সম্বোধন করা মেনে নিতে পারেনি বাংলাদেশী ভক্তরা। সেই সিরিজে ওয়ানডেতে ভারতকে ২-১ এ হারিয়ে প্রথমবারের মতো ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয় করে বাংলাদেশ। তাই সিরিজ শেষে বাংলাদেশী ভক্তদের তোপের মুখে পড়তে হয় স্টার স্পোর্টস ও ভারতীয় দলকে।

৫ . ২০১৯ অস্ট্রেলিয়া সিরিজ, বেবি সিটার বিজ্ঞাপন

চলমান সিরিজের আগে করা এই বিজ্ঞাপনটিকে ভালোভাবে নেয়নি ক্রিকেট ভক্তরা। তবে অস্ট্রেলিয়া দল তাদের অসাধারণ পারফরম্যান্সে এই অপমানের জবাব মাঠেই দিয়ে দিলো। তারা হয়তো স্টার স্পোর্টসকে একটি সতর্কবার্তাও দিয়ে দিলো ভবিষ্যতে প্রতিপক্ষকে অপমান করে পুনরায় এমন সমালোচনার শিকার হতে হবে তাদের।

তবে দেখার বিষয় হবে বিতর্কিত শিরোনামে বিজ্ঞাপন বানিয়ে বারবার ব্যর্থ হওয়া স্টার স্পোর্টস এইবার বিশ্বকাপের জন্য কি ধরনের বিজ্ঞাপন নিয়ে আসে।

Related Articles

বোলিংয়ে নতুন অস্ত্র যোগ করছেন রশিদ

৬টি কেক কেটে যুবরাজের ‘৬ ছক্কা’র বর্ষপূর্তি উদযাপন

জম্মু-কাশ্মিরে দশটি স্কুল ও ক্রিকেট একাডেমি বানাবেন রায়না

সীমান্ত খুললেও দক্ষিণ আফ্রিকায় ফিরছে না আন্তর্জাতিক ক্রিকেট

জার্গেনসেনের চুক্তি বাড়ল দুই বছর