██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

ফিলিপসের খেলার ধরনে মুগ্ধ সাউদি

ফিলিপসকে ম্যাচ জেতানোর নায়ক মনে করেন সাউদি।

ফিলিপসের খেলার ধরনে মুগ্ধ সাউদি

ফিলিপসের খেলার ধরনে মুগ্ধ সাউদি

প্রকাশিত হয়েছে - 2023-12-09T19:01:57+06:00

আপডেট হয়েছে - 2023-12-09T22:59:22+06:00

ঢাকা টেস্টে টানটান উত্তেজনাপূর্ণ লড়াই শেষে ম্যাচ জিতেছে নিউজিল্যান্ড। চতুর্থ দিনের শেষ বিকেলে ৪ উইকেটের জয় পেয়েছে কিউইরা। ফলে দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষ হল ১-১ সমতায়।

 টিম সাউদি। 

ঢাকা টেস্টের প্রথম ইনিংসে ৮৭ রানের ঝলমলে ইনিংস খেলার পাশাপাশি বল হাতে ৩ উইকেট শিকার করেন গ্লেন ফিলিপস। দ্বিতীয় ইনিংসে ৪০ রানের অপরাজিত ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করে মাঠ ছেড়েছেন এই অলরাউন্ডার। এই ম্যাচে যেন কিউইদের ত্রাতা হয়ে দেখা দিয়েছিলেন তিনি। ম্যাচ শেষে প্রশংসা পেয়েছেন অধিনায়কের কাছ থেকে।

ম্যাচের পর সংবাদ সম্মেলনে কিউই অধিনায়ক টিম সাউদি বলেন, ‘কঠিন উইকেটে এমন ম্যাচ থেকে নেওয়ার অনেক কিছুই আছে। ম্যাচজুড়ে গ্লেন ফিলিপস দারুণ ছিল। প্রথম ইনিংসে তার ইনিংসটি বেশ গুরুত্বপূর্ণ ছিল যা আমাদের ম্যাচে টিকিয়ে রেখেছে। বোলিংয়েও সে দারুণ মুন্সিয়ানা দেখিয়েছে। স্পিন বোলিং ক্যারিয়ারে সে অনেক তরুণ। বল হাতে সে যেই ভূমিকা রাখছে তা দারুণ ব্যাপার। এমন উইকেটে আসলে ২০-৩০ রানের জুটিগুলো অনেক কার্যকর হয়ে ওঠে। যার ফলে অনেক দূর যাওয়া যায়।’

 

ফিলিপসের আগ্রাসী ব্যাটিং প্রসঙ্গে সাউদি বলেন, ‘আসলে এটা শুধুই ফিলিপসের খেলার ধরন। মাত্রই তৃতীয় টেস্ট ম্যাচ তার জন্য। এভাবে এসে এখানে খেলা দারুণ ব্যাপার। সে অনেক ইতিবাচক একজন ছেলে। ভিন্ন একটি ফরম্যাটে এসেও সে নিজের খেলার ধরনের ওপর আস্থা রেখেছে। এমন কঠিন উইকেটে এরকম কিছু দেখতে পারা দারুণ ব্যাপার। তার অনেক ভালো ভালো ইনিংস কঠিন উইকেটেই এসেছে। সিপিএলেও সে কঠিন উইকেটে দারুণ করেছে। পাকিস্তানের সাথে বেশ কঠিন উইকেটে ওয়ানডেতে সে ভালো করেছে। তার নিজের কঠিন উইকেটে ভালো খেলার একটি বিশেষ ধরন আছে। তার মধ্যে ইতিবাচক মানসিকতা আছে। এমন উইকেটে ভালো করার জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ।’  

 গ্লেন ফিলিপস। 

সাউদি আরও জানিয়েছেন, ‘ছেলেরা নিজেদের খেলার ধরনের ওপর আস্থা রেখেছে। প্রথম ইনিংসে গ্লেন ফিলিপসের ইনিংস ম্যাচ জেতানো ইনিংস হয়ে উঠল শেষ দিকে এসে। সে দারুণভাবে চেষ্টা করে গিয়েছে। এমন উইকেট বিবেচনায় যা অসাধারণ ছিল। ১টি দারুণ জুটির সাথে ১টি বিশেষ ইনিংস এসেছে গ্লেনের কাছ থেকে। দারুণ ব্যাপার।’

 

এই জয়ের ফলে সিরিজ হার এড়ালো নিউজিল্যান্ড। দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষ হয়েছে ১-১ সমতায়।


বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি। বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.