Scores

ফিল্ডিং ভালো করতে মানসিকতায় উন্নতির তাগিদ সুজনের

সাম্প্রতিক সময়ে বারবার প্রশ্নবিদ্ধ হচ্ছে বাংলাদেশ দলের ফিল্ডিং। আন্তর্জাতিক ক্রিকেটের মানের সাথে বাংলাদেশ দলের ফিল্ডিং মানানসই কিনা, খোদ দেশের সমর্থকরাই তুলেছেন এমন প্রশ্ন। কারণ ক্যারিবীয় সিরিজ, নিউজিল্যান্ড সিরিজ ও শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে ক্যাচ র ফিল্ডিং হাতছাড়ার ভুলগুলো ছিল দৃষ্টিকটু। 

সহজ ক্যাচ ফেলে দেন রিয়াদ
নিউজিল্যান্ডে নিজেদের সর্বশেষ ওয়ানডে সিরিজেও দৃষ্টিকটুভাবে ক্যাচ ছেড়েছে বাংলাদেশ। ফাইল ছবি

ক্রিকেটাররা ফিল্ডিং নিয়ে কাজ করছেন না, এমন নয়। বিগত কয়েকদিনও ওয়ানডে স্কোয়াডের ক্রিকেটাররা বাড়তি ঘাম ঝরিয়েছেন ফিল্ডিং অনুশীলনে। বিগত সিরিজগুলোতেও প্রস্তুতির কমতি ছিল না। কিন্তু তবুও ফিল্ডিংয়ে ঘাটতি থেকেই যাচ্ছে।

জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন মনে করেন, মানসিকতার উন্নতি ঘটালে ফিল্ডিংয়ে ভালো করতে পারবেন বাংলাদেশের ক্রিকেটাররা।

Also Read - জুলাইয়ে শ্রীলঙ্কা সফরে যাবে ভারত


ফিল্ডিং নিয়ে অনুশীলন কেমন হচ্ছে আর ফিল্ডিংয়ের ভুলত্রুটি শুধরানোর ব্যাপারে ক্রিকেটাররা সচেতন কি না, এমন প্রশ্নের জবাবে গণমাধ্যমকে সুজন বলেন, ‘অনেক সচেতন। একদিনের ক্রিকেটে ফিল্ডিং মূল একটা অংশ।’

সুজন মনে করেন, দলের বোলারদের জন্য ভালো ফিল্ডিং একাদশে সুযোগ পাওয়ার বড় একটি যোগ্যতা। তার ভাষায়, ‘আপনি বোলার হলে ১০ ওভারে বেশি তো বল করতে পারবেন না, বাকি ৪০ ওভার তো ফিল্ডিং করতে হবে। আপনি ভালো ফিল্ডার না হলে দলে রাখা কঠিন। শুধু ১০ ওভার বোলিং করলেন, ফিল্ডিং যদি ভালো না করেন। আপনার কাছে তো দল আশা করে না কিছু রান করবেন। তাই এইটুক আশা করি ভালো ফিল্ডিং করবে, ভালো ক্যাচ ধরবে, দলকে ফিল্ডিংয়ে সাপোর্ট করবে। এটা সব বোলারদের মাথায়ই আছে।’

তার মতে, নিয়মিত ফিল্ডিং অনুশীলনের পাশাপাশি মানসিকতাও রাখতে হবে স্বচ্ছ। দলের সবাই ফিল্ডিংয়ের ভুলত্রুটি এড়াতে মুখিয়ে আছেন, এমনও জানান তিনি।

সুজন বলেন, ‘ফিল্ডিং তো প্রতিদিনের চর্চার ব্যাপার। নিজের ইচ্ছারও ব্যাপার আছে, আমি ঠিক কতটুকু কষ্ট করতে পারি। ফিল্ডিং প্র্যাকটিস প্রতিদিনই হবে। প্র্যাকটিস যাই হোক না কেন, মানসিকতাটা বেশি গুরুত্বপূর্ণ। শ্রীলঙ্কায় থাকতেও ছেলেদের সাথে ফিল্ডিং নিয়ে কথা বলেছি, আজও বলেছি। আমি বিশ্বাস করি ওরা ভালো করার চেষ্টা করছে। ভালো করার জন্য সবাই উদগ্রীব।’

Related Articles

বোর্ডের দরবারে অমীমাংসিতই থাকল সুজন-সাকিব ইস্যু

যা ঘটেছিল সাকিব-সুজনের মধ্যে

ম্যাচ রেফারির রিপোর্টের ওপর নির্ভর করছে সাকিবের সাজা

সুজনের কাছে ক্ষমা চেয়েছেন সাকিব

ডিপিএলে সিনিয়রদের আধিপত্যে অবাক নন সুজন