Scores

ফুরফুরে মেজাজে মাঠে ফিরলেন ক্রিকেটাররা

ক্রিকেটাররা অনুশীলনে যাওয়ার আগে তাড়াহুড়া করে কোর্টনি ওয়ালশের অনানুষ্ঠানিক সংবাদ সম্মেলন। কথা শেষ করে বাস ধরে চলে গেলেন সহকর্মী ও শিষ্যদের নিয়ে। তখনই বোঝা গেল, বাস হাতছাড়া হয়ে গেছে মোহাম্মদ সাইফউদ্দিনের। আইসিসির কর্তা তাকে মাঠে পৌঁছে দিলেন আলাদা গাড়িতে করে।

ফুরফুরে মেজাজে মাঠে ফিরলেন ক্রিকেটাররা
সাংবাদিকদের সাথে আলাপকালে কোর্টনি ওয়ালশ। ছবি: বিডিক্রিকটাইম

আফগান-বধের পর দারুণ বিরতি ও বিশ্রামে সময় কাটান শেষে আবারো মাঠে ফিরেছে বাংলাদেশ দল। রবিবার (৩০ জুন) যার আনুষ্ঠানিক সূচনা হল অনুশীলনের মধ্য দিয়ে। সাংবাদিকদের সাথে আলাপকালে পেস বোলিং কোচ ওয়ালশ জানালেন, ফুরফুরে মেজাজে আছেন ক্রিকেটাররা, মুখিয়ে ছিলেন ব্যাট-বল হাতে অনুশীলনে নামার জন্য।

Also Read - এখনো 'সেরা পারফরম্যান্স' খুঁজে পায়নি অস্ট্রেলিয়া!

ওয়ালশ বলেন, ‘ছেলেরা একটা বিরতি পেয়েছে। আজ অনুশীলনে ফিরল। সবার মন ফুরফুরে, ভালো উদ্যম রয়েছে। আমরা কী পারি তা দেখাতে হবে। তাই সবাই অনুশীলনে যোগ দিতে মুখিয়ে ছিল। আমি নিশ্চিত- আজ ইংল্যান্ড-ভারত ম্যাচেই সবার দৃষ্টি থাকবে। তবে আমরা এই ম্যাচের উপর নির্ভর করে কিছু বলতে পারব না। তাই আমাদের অনুশীলন করে নিজেদের প্রস্তুত করতে হবে।’

ওয়ালশ যখন কথা বলছেন, তার খানিক পর এজবাস্টনে খেলতে নেমেছে ভারত ও ইংল্যান্ড। এই প্রতিবেদন লেখার সময়ও ম্যাচের ফল বের হয়নি। বাংলাদেশের দৃষ্টি এই ম্যাচে থাকছেই- কেননা ইংল্যান্ডের পরাজয় জোরালো করতে সাকিব-তামিমদের সেমির সম্ভাবনা।

তবে ওয়ালশ ভারতকে নিজেদের পরবর্তী ম্যাচে হারাতে চান, জানালেন উদ্যমী কণ্ঠে, ‘আমাদের আরও দুটি ম্যাচ বাকি আছে। পরের ম্যাচটি ভারতের বিপক্ষে। খেলোয়াড়রা বাংলাদেশকে গর্বিত করতে চায়। ম্যাচে যাই ঘটুক সেরা ব্র্যান্ডের ক্রিকেট খেলতে হবে।’

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

Related Articles

‘আমার ক্যারিয়ারের সেরা মুহূর্ত এখনো আসেনি’

বাংলাদেশকে সবাই ভয় পাবে, বিশ্বাস ম্যাকেঞ্জির

‘সাকিবই ছিল ২০১৯ বিশ্বকাপের সেরা খেলোয়াড়’

বিশ্বকাপ ও মুস্তাফিজুর রহমান

সেদিন স্নায়ুচাপ সামলাতে ‘সিগারেট বিরতি’ নেন স্টোকস