Scores

ফেদেরার, উইলিয়ামসকে ছাড়িয়ে শীর্ষে সাকিব

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজে দারুণ পারফরম্যান্সের কারণে সিরিজ সেরা হয়েছিলেন বিশ্ব সেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান। তার এই পারফরম্যান্সের কারণে ভারতীয় রবি অশ্বিনকে পিছনে আবারো তিন ফরম্যাটের সেরা অল-রাউন্ডারের তালিকায় শীর্ষ স্থান দখল করেন সাকিব।

তবে আইসিসির তিন ফরম্যাটে সেরা অল-রাউন্ডারের তালিকায় শীর্ষে বাদে ক্রীড়া জগতে টেনিস স্টার রজার ফেদেরার ও সেরানা উইলিয়ামসকে পেছনে ফেলেছেন এই বাংলাদেশি অল-রাউন্ডার।

Also Read - 'এই জয়টা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল'


ওয়ানডে ক্রিকেটে সাকিব অল-রাউন্ডারের র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ছিলেন ৩২৪ সপ্তাহ। পেছনে ফেলেছেন দুই টেনিস তারকাকে। টেনিসে সবার শীর্ষে থাকা রজার ফেদেরার এই রেকর্ডের মালিক ছিলেন ২৩৭ সপ্তাহ এবং সেরেনা উইলিয়ামস ছিলেন ৩১৬ সপ্তাহ।

ক্রিকেটে অল-রাউন্ডারের তালিকায় পেছনে ফেলেছেন দক্ষিণ আফ্রিকার গ্রেট জ্যাক ক্যালিস ও শন পলককে। ক্যালিসের অধীনে এই মুকুট ছিল ২০৩ সপ্তাহ এবং পলকের অধীনে ছিল ১৩৮ সপ্তাহ। অন্যদিকে এই তালিকায় সাকিব পেছনে ফেলেছেন ইংল্যান্ড অল-রাউন্ডার অ্যান্ড্রু ফ্লিন্টফ। তার অধীনে ছিল ১১৩ সপ্তাহ।

ক্রিকেট ইতিহাসের সাকিব আল হাসানই একমাত্র অল-রাউন্ডার যে কিনা একই সময়ে তিন ফরম্যাটে অল-রাউন্ডারের শীর্ষে ছিলেন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

লিখন-রিশাদকে দলে না নেওয়ায় বরখাস্ত দুই কোচ!

ভারত সফরের টি-টোয়েন্টি দলে একাধিক চমক

বিপিএল: প্লেয়ার্স ড্রাফটের দিনক্ষণ চূড়ান্ত

ফিল্ডিংয়ের ‘বেসিক’ জানেন না জাতীয় দলের অনেকেই!

দ্বিতীয় রাউন্ডের প্রথম দিনে উজ্জ্বল রিয়াদ, রনি, ইয়াসির