Scores

ফেব্রুয়ারিতে বাংলাদেশ সফরে আসছে আইরিশরা

লম্বা সফর করতে বাংলাদেশে আসছে আইরিশরা। আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আয়ারল্যান্ড জাতীয় দল ধবলধোলাই হওয়ার পরে আয়ারল্যান্ড উলভসের জন্য বাংলাদেশ সফরটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে বলে উল্লেখ করেছেন আয়ারল্যান্ডের প্রধান কোচ গ্রাহাম ফোর্ড। ফেব্রুয়ারির ১৭ তারিখ বাংলাদেশে আসবে আয়ারল্যান্ড উলভস।

ফেব্রুয়ারিতে বাংলাদেশ সফরে আসছে আয়ারল্যান্ড

আইরিশদের বেশ ব্যস্ত সময় অপেক্ষা করছে সামনে। আয়ারল্যান্ড উলভস বাংলাদেশ সফরের জন্য দেশ ত্যাগ করবে আগামী ১৭ ফেব্রুয়ারি। এই সফরে আইরিশরা প্রায় এক মাস বাংলাদেশে অবস্থান করবে। তারা খেলবে মোট আটটি ম্যাচ। যারমধ্যে থাকছে একটি চার দিনের ম্যাচ, পাঁচটি একদিনের ম্যাচ ও দুইটি টি-টোয়েন্টি ম্যাচ। সফরের দিন-তারিখ ও ম্যাচ সংখ্যা নির্ধারণ করা হয়ে গেলেও এখনো সূচি প্রকাশ করা হয়নি।

Also Read - দীর্ঘদিন পর টেস্ট ক্রিকেটে বাংলাদেশ, চ্যালেঞ্জিং হবে বলছেন লিটন


আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে চার ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার জন্য আয়ারল্যান্ড জাতীয় দল সংযুক্ত আরব আমিরাতে সফরে গিয়েছিল। সিরিজ শেষে এখনো সেখানেই তারা কোয়ারেন্টিনে আছে। আয়ারল্যান্ড উলভসের আসন্ন বাংলাদেশ সফরের স্কোয়াডে যোগ দিবেন আইরিশদের জাতীয় দলের বেশ কয়েকজন খেলোয়াড়ও।

‘এ’ দলের সফর হলেও এই সফরের দিকে আশা নিয়ে তাকিয়ে আছেন আয়ারল্যান্ড কোচ গ্রাহাম। তিনি বলেন, ‘উলভসের এই সফরটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের ১৫ জনের একটা স্কোয়াড আছে তবে এই সফরের জন্য আমাদের ২৫ জন মতো লাগবে। তরুণ ও উদীয়মান ক্রিকেটার, যারা আগামী কয়েক বছরের আমাদের হাল ধরতে যাচ্ছে আমরা চাই তারা এগিয়ে যাক এবং ভালো কিছু করুক। আমরা চাই তারা উপমহাদেশের মাটিতে অভিজ্ঞ হয়ে উঠুক এবং তারা সবাই এটার জন্য মুখিয়ে আছে।’

আয়ারল্যান্ড জাতীয় দলের জিম্বাবুয়ে সফরের জন্য উলভসের এই বাংলাদেশ সফর অনেক উপকারী হবে বলেও মনে করেন গ্রাহাম। তার ভাষায়, ‘তরুণদের শেখার একটা ভালো ক্ষেত্র হবে এটা। জিম্বাবুয়ে সফরের জন্যও তাদের নিজেদেরকে প্রস্তুত করার একটা সুযোগ এই সফর।’

বাংলাদেশ সফরের আয়ারল্যান্ড উভলস দল কিংবা জিম্বাবুয়ে সফরের আয়ারল্যান্ড জাতীয় দল কোনটির স্কোয়াডই এখনো ঘোষণা করা হয়নি। তবে ধারণা করা হচ্ছে আফগানিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলার স্কোয়াডের কয়েকজন খেলোয়াড়কেও উলভসের পক্ষে বাংলাদেশ সফরে দেখা যেতে পারে।

অপরদিকে, বাংলাদেশ এ দলও দীর্ঘ সময় ধরে খেলার বাইরে আছে। গত অক্টোবর মাসে জাতীয় দলের সাথে একই সময়ে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে খেলার জন্য তাদেরও শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা হলেও পরবর্তীতে সেই সফরই স্থগিত হয়ে গিয়েছে। ফলে আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে সিরিজ দিয়েই ফিরতে যাচ্ছে বাংলাদেশ ‘এ’ দল।

Related Articles

আবারও স্থগিত হয়ে গেল পাকিস্তানের টি-২০ সিরিজ

খেলোয়াড়ি জীবনেই জাতীয় দলের কোচ হলেন পোর্টারফিল্ড

সবকটি ম্যাচেই জিতল বাংলাদেশ ইমার্জিং দল

হৃদয়ের অর্ধশতক, সাইফ-শামীমের ঝড়

শ্বাসরুদ্ধকর জয়ে সিরিজ শেষ করল টাইগাররা