Scores

ফের বিতর্কিত শামীম চৌধুরী

ফের বিতর্কিত ধারাভাষ্যকার শামীম চৌধুরীবিপিএলের চলমান  আসরে ধারাভাষ্য নিয়ে নিত্য নিয়মিত সমালোচনা হচ্ছে। ধারাভাষ্যকাররা বিভিন্ন খেলোয়াড়ের নাম, পজিশন, শটের বর্ননা দিতে ভুলের জন্য সমালোচিত হচ্ছেন।

ধারাভাষ্যকার শামীম চৌধুরী

খুলনা টাইটান্স ও রংপুর রাইডার্সের মধ্যকার ম্যাচটিতে একই খেলোয়াড়ের পরিচয় দিতে গিয়ে তিনবার ভুল করেন ধারাভাষ্যকার শামীম আশরাফ চৌধুরী।

খুলনা টাইটান্সের বিদেশী খেলোয়াড়দের মাঝে অন্যতম জনপ্রিয় হালে জনপ্রিয়তা পাওয়া মার্কিন যুক্তরাষ্ট্রের পেস বোলার আলি খান। গত সিপিএলের অন্যতম সেরা বোলার ছিলেন আলি খান। অসাধারণ বোলিং করে বিভিন্ন ওয়েবসাইটের সিপিএল সেরা একাদশেও জায়গা করে নেন।  তবে খেলার শুরুতে খেলোয়াড়দের পরিচয়ের সময় আলি খানের পরিচয় দিতে গিয়ে ধারাভাষ্যকার শামীম আশ্রাফ চৌধুরী তাকে আফগানিস্তানের বোলার বলে পরিচয় দেন।

Also Read - “অধিনায়ক-মানুষ হিসেবে স্মিথ ভালো”


দ্বিতীয় বার আবার ভুল করেন যখন আলি খান বোলিংয়ে আসেন। আলি খানকে এইবার বলা হয় বাহাতি পেস বোলার, যদিও আলি খান একজন ডানহাতি পেস বোলার।

আলি খানকে নিয়ে পুনরায় ভুল করা হয় যখন সে এলেক্স হেলসকে বল করছিলেন তখন। এইবার তার পরিচয় দিতে গিয়ে  পুনরায় তাকে আফগানি বোলার বলা হয়। ১ম বারের মত ২য় ও ৩য় ভুলের সময়ও ধারাভাষ্য দিচ্ছিলেন শামীম আশ্রাফ চৌধুরী। অবশ্য শেষ ভুলের এক মিনিট পরই শামীম আশ্রাফ চৌধুরী তার ভুল শুধরে নেন। এইবার তাকে যুক্তরাষ্ট্রের বোলার বলেন।

শামীম আশ্রাফ চৌধুরীর একাধিক বার আলি খানের ভুল পরিচয় দেওয়ায় শুধু বাংলাদেশি দর্শকেরা না খোদ যুক্তরাষ্ট্রের দর্শকেরাও হতাশা ব্যক্ত করেছে। ইএসপিএন ক্রিকইনফোর যুক্তরাষ্ট্র প্রতিনিধি পিটার ডেল্লা পেন্না টুইট করে বলেন ‘ আজ আমি জানতে পারলাম ওহিও হচ্ছে আফগানিস্তানের একটি প্রদেশ যেখান থেকে আলি খান এসেছে বিপিএল ধারাভাষ্যকার প্যানেলের মতে ‘।

বিপিএল ধারাভাষ্যকার প্যানেলে বর্তমানে আছেন বাংলাদেশের আতাহার আলি খান, শামীম আশ্রাফ চৌধুরী ও ইশতিয়াক আহমেদ। বিদেশিদের মাঝে আছেন জিম্বাবুয়ের ভুসিমুজি সিবান্দা, পাকিস্তানের সিকান্দার ভাখত ও ওয়েস্ট ইন্ডিজের টিনো বেস্ট। এছাড়াও শীঘ্রই ধারাভাষ্য প্যানেলে যোগ দেওয়ার কথা নিউজিল্যান্ডের জনপ্রিয় ধারাভাষ্যকার ড্যানি মরিসন ও আয়ারল্যান্ডের উইকেট কিপার ব্যাটসম্যান নায়াল ওব্রায়ানের।

লিখেছেন- সাফায়েত ইসলাম।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন


Related Articles

বিপিএলে হেলস-রুশোর কীর্তি আইপিএলে মনে করালেন বেয়ারস্টো-ওয়ার্নার

চোট নিয়েও খেলছেন আবাহনীর সাইফউদ্দিন

বিপিএলকে ‘প্রস্তুতির বাধা’ মনে করেন না রিয়াদ

বিপিএলের চোট কাটিয়ে ওয়ার্নারের রাজসিক প্রত্যাবর্তন

অ্যাকশন পরীক্ষার জন্য ভারত যাচ্ছেন আলিস