ফ্রেমবন্দী মুহূর্তগুলোঃ বাংলাদেশ বনাম ইংল্যান্ড, প্রথম ওয়ানডে
মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ২১ রানে হেরেছে বাংলাদেশ। টস জিতে ব্যাট করতে নেমে স্টোকসের শতক আর ডাকেট-বাট লারের জোড়া অর্ধশতকে ভর করে ৩০৯ রানের বড় পুঁজি পায় ইংল্যান্ড। জবাব দিতে নেমে বাংলাদেশ অলআউট হয় ২৮৮ রান করে। বাংলাদেশের হয়ে সেঞ্চুরি করেন ওপেনার ইমরুল কায়েস। ৫৫ বলে ৭৯ রানের ঝড়ো ইনিংস খেলেন সাকিব। তবে ২৭১ রানের মাথায় সাকিবের বিদায়ের পর হঠাৎ ধসে ২৮৮ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। এক নজরে ম্যাচের ফ্রেমবন্দী মুহূর্তগুলোঃ