
সেপ্টেম্বরে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে পাঁচটি ওয়ানডে এবং একটি চারদিনের ম্যাচ খেলার কথা ছিল আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের। তবে আফগানিস্তানের অস্থিতিশীল পরিস্থিতির কারণে সিরিজটি পিছিয়ে যাচ্ছে।
আফগান শাসন পরিবর্তনের পর রাজধানী কাবুলের আন্তর্জাতিক বিমানবন্দর এখনও স্বাভাবিক গতি ফিরে পায়নি। বাংলাদেশে আসার ক্ষেত্রে তাই কোনো ফ্লাইট পাচ্ছে না আফগান যুবারা। প্রথমে সড়কপথে যেতে হবে পাকিস্তানে, এরপর পাকিস্তান থেকে ধরতে হবে বাংলাদেশের বিমান।
আফগান যুবারা এখনও আছে পাকিস্তানের ভিসার অপেক্ষায়। ভিসা পেলে বাসে চড়ে দলটি যাবে পাকিস্তানে। ৩১ আগস্ট বাংলাদেশে এসে পৌঁছানোর কথা থাকলেও নিশ্চিতভাবেই পেছাচ্ছে তাদের সফর, যথারীতি সিরিজও।
আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) মিডিয়া ম্যানেজার হিকমত হাসান ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ক্রিকবাজকে বলেন, ‘কাবুল থেকে এখন কোনো ফ্লাইট নেই। আমরা পাকিস্তানের ভিসার অপেক্ষা করছি।’
এর আগে পাকিস্তান জাতীয় দলের বিপক্ষে আফগানিস্তান জাতীয় দলের হোম সিরিজ স্থগিতাদেশ পেয়েছে আফগানিস্তানের অস্থিতিশীল পরিস্থিতির কারণে। আফগানিস্তানের হোম সিরিজটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল শ্রীলঙ্কায়। ভ্রমণের ঝামেলা কমাতে ভেন্যু হিসেবে চূড়ান্ত করা হয় পাকিস্তানকে। কিন্তু পাকিস্তানে পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজ খেলার সিদ্ধান্ত থেকে শেষপর্যন্ত সরে আসে এসিবি।
করোনা মহামারী শুরু হওয়ার পর বিশ্বে এখনও অনূর্ধ্ব-১৯ পর্যায়ের ক্রিকেট সিরিজ অনুষ্ঠিত হয়নি। আফগানদের সফর খানিক বিলম্বিত হলেও এই সিরিজ দিয়েই স্থবিরতা দূর করার প্রত্যাশা বিশ্বচ্যাম্পিয়ন বাংলাদেশের।
বিসিবির গেম ডেভেলপমেন্ট ম্যানেজার এইএম কাওসার ক্রিকবাজকে বলেন, ‘ওরা এক সপ্তাহ দেরিতে আসলেও অসুবিধা নেই। সেপ্টেম্বরে আমাদের যুব দলের আর কোনো কর্মসূচি নেই।’
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।