Scores

ফ্লাডলাইটের আলোয় বেশি চ্যালেঞ্জ দেখছেন ভেট্টোরি

কলকাতার ইডেন গার্ডেনস স্টেডিয়ামে প্রথমবারের মতো দিবারাত্রি টেস্ট খেলতে যাচ্ছে দুই দল। এমনিতেই ভারতের মাটিতে সিরিজ। দিবারাত্রি টেস্টে ফ্লাডলাইটের আলোতে বেশি চ্যালেঞ্জ দেখছেন বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেট্টোরি।

ইডেনে বোলিং অনুশীলনে মুস্তাফিজ। ছবিঃ এএফপি

অতীতে কারোই গোলাপি বলের ক্রিকেট খেলার অভিজ্ঞতা নেই। এমনকি অভিজ্ঞতা নেই দুই দলের কোচিং স্টাফদেরও। ফরম্যাট পুরনো হলেও নতুন অভিজ্ঞতার সম্মুখীন হতে যাচ্ছে দুই দল। যদিও পিচ কিউরেটর বলেছেন টস জিতে বোলিং নেওয়াটাই শ্রেয় এ উইকেটে। যেহেতু দুই দলই নতুন এ গোলাপি বলের ক্রিকেটে তাই চ্যালেঞ্জটা দুই দলের জন্যই সমান।

Also Read - ছিটকে গেলেন সাইফ


বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ ভেট্টোরি বলছেন সন্ধ্যার পরই আসল চ্যালেঞ্জ শুরু হবে। নিজের খেলার অভিজ্ঞতা না থাকলেও ব্যক্তিগত জ্ঞান থেকে এসব ধারণা দিয়েছেন দলের এ স্পিন বোলিং কোচ।

“সকালে গোলাপি বলের আচরণ তেমন একটা পরিবর্তন হয় না। আমার মনে হয় এ টেস্ট ম্যাচের চ্যালেঞ্জটা হবে ফ্লাডলাইটের আলোতে। এখানে ৪টা- সাড়ে ৪টায় সন্ধ্যা হয়ে যায়। আমার খেলার অভিজ্ঞতা না থাকলেও টিভিতে দেখেছি। সন্ধ্যার পরই এ টেস্ট ম্যাচের আসর দৃশ্য দেখা যায়। এ সময়টায় দলগুলো ভিন্ন কিছু করার চেষ্টা করে। উইকেটও ভালো থাকে। সেশ সেশনটা মজাদার হবে আশা করছি।”

প্রথম টেস্টে মাত্র দুই পেসার নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ। অবশ্য দিবারাত্রি টেস্ট সে ভুল হয়ত করতে চাইবে না টিম ম্যানেজমেন্ট। অনুশীলনে আবু জায়েদের সঙ্গে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন আরও দুই পেসার মুস্তাফিজ ও আল-আমিন। শেষ টেস্টে চার পেসার না খেলালেও তিন পেসার নিয়ে নামছে সেটি নিশ্চিত। পেসাররাও মুখিয়ে আছে বললেন ভেট্টোরি।

“চার পেসারই খুব রোমাঞ্চিত দিবারাত্রি টেস্ট খেলতে। আমার কাছে এই ব্যাপারটি ভালো লেগেছে। তাঁদেরকে সবসময় এমন দেখা যায় না। এটি ভিন্ন এসজি গোলাপি বল। পুরো দলই বেশ উচ্ছ্বাসিত দিবারাত্রি টেস্ট খেলতে।”

দিবারাত্রি টেস্ট খেলতে আজ কলকাতার ইডেন গার্ডেনসে অনুশীলন করেছে বাংলাদেশ। শুক্রবার মাঠে নামবে দুই দল।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন
Tweet 20
fb-share-icon20

Related Articles

ভেট্টোরির সাথে চুক্তি পরিবর্তন করতে চায় বিসিবি

ঘরের বাইরে ‘ছন্নছাড়া’ মিরাজের ঘুরে দাঁড়ানোর প্রত্যয়

পাকিস্তান সফরে যাচ্ছেন না ভেট্টোরি

পেসারদের স্বর্গে স্পিনারদেরও বড় ভূমিকা দেখছেন ভেট্টোরি

ম্যাচের উইকেটে অনুশীলনে বাংলাদেশকে ‘না’, ক্ষুব্ধ ভেট্টোরি