Scores

ফ্লেচার-চার্লসের ঝড়ো ব্যাটিংয়ে সিলেটের রান পাহাড়

বঙ্গবন্ধু বিপিএল টি-টোয়েন্টিতে বড় সংগ্রহ পেয়েছে সিলেট থান্ডার। আন্দ্রে ফ্লেচার ও জনসন চার্লসের ব্যাটিং ঝড়ে ২৩২ রান সংগ্রহ করে সিলেট থান্ডার। সেঞ্চুরি হাঁকান আন্দ্রে ফ্লেচার।

চট্টগ্রামে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন খুলনা টাইগার্সের অধিনায়ক মুশফিকুর রহিম। টস হেরে ব্যাটিং পেয়ে শুরুটা ভালো হয়নি সিলেটের। দলীয় ১১ রানে ওপেনার আব্দুল মজিদকে হারায় সিলেট। খুলনাকে প্রথম ব্রেক-থ্রু এনে দেন রবি ফ্রাইলিঙ্ক। অবশ্য তারপরেই ঘুরে দাঁড়ায় সিলেট থান্ডার। আর সিলেটকে নেতৃত্ব দেন ফ্লেচার ও জনসন চার্লস।

Also Read - তামিমকে ঘিরে মিলল সুখবর


চট্টগ্রামের উইকেট এমনিতেও ব্যাটিং বান্ধব। আর সেটির ফায়দাই উঠিয়েছেন উইন্ডিজের এই দুই ব্যাটসম্যান। শুরু থেকে আগ্রাসী ব্যাটিং করেন ফ্লেচার ও চার্লস। এই দুই ব্যাটসম্যানের সামনে পাত্তা পায় নি খুলনার বোলাররা। ফ্লেচার ও চার্লসের ঝড়ো ব্যাটিংয়ে মাত্র ৮.১ ওভারেই দলীয় ১০০ রান পূর্ণ করে সিলেট থান্ডার। এর আগের ওভারে মাত্র ২৫ বলেই ফিফটি পূর্ণ করেন জনসন চার্লস।

চার্লসের পর ফিফটি হাঁকান ফ্লেচারও। ১০ম ওভারে মাত্র ২৬ বলেই তুলে নেন ফিফটি। দুইজনের ঝড়ো ব্যাটিংয়ের পর বড় হতে থাকে দলীয় সংগ্রহও। মাত্র ১২ ওভারে ১৫০ রান পূর্ণ করে সিলেট। ঝড়ো ব্যাটিং করেন চার্লস। একটা সময় মনে হচ্ছিল সেঞ্চুরি হাঁকাবেন চার্লস। তবে তাকে থামান শহিদুল। সেই সাথে ভাঙে চার্লস ও ফ্লেচারের ১৫০ রানের জুটি। চার্লসের বিদায়ের পর রানের গতি কিছুটা কমে সিলেটের।

চার্লস না পারলেও সেঞ্চুরির আশা দেখাচ্ছিলেন ফ্লেচার। আমিরের বলে সিঙ্গেল নিয়ে সেঞ্চুরি পূরণ করেন ফ্লেচার। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ২৩২ রান সংগ্রহ করে সিলেট। ১০৩ রান করে অপরাজিত থাকেন ফ্লেচার।

সংক্ষিপ্ত স্কোরঃ

সিলেট থান্ডার ২৩২/৫ (ওভার ২০)

ফ্লেচার ১০৩* , চার্লস ৯০: ফ্রাইলিঙ্ক ২-৩৭

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

গিবসের অভিযোগ মানতে নারাজ ফ্লেচার

ফ্লেচারই বলছেন- সিলেট দল হিসেবে খেলছে না!

বিপিএলে দল পেলেন আন্দ্রে ফ্লেচার

ফ্লেচার ঝড়ে দাপুটে জয় বাংলা টাইগার্সের

ফ্লেচার ঝড়ে বড় জয় বাংলা টাইগার্সের