Scores

বদলে গেল ইডেন টেস্টের সময়!

ভারত বা বাংলাদেশের কেউই এখনো দিবারাত্রির টেস্ট খেলেনি। দুই দলই নিজেদের প্রথম দিবারাত্রির টেস্ট খেলবে কলকাতার ইডেন গার্ডেনসে। ম্যাচটি শুরু হবে আগামী ২২ নভেম্বর।

বদলে গেল ইডেন টেস্টের সময়!

ইডেন টেস্ট শুরু হতে এখনো বেশ কয়েক দিন বাকি। এর আগে মাঠে গড়াবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। এই ফাঁকে ইডেন টেস্টের সময়ে পরিবর্তন আনা হয়েছে।

Also Read - ধারাবাহিকতা নেই সৌম্য-লিটনের ব্যাটেকলকাতায় এখন সন্ধ্যা গড়ালেই ঝরতে থাকে শিশির। রাত যত গভীর হয়, শিশিরের প্রকোপও তত বাড়ে। গোলাপি বলে রাতের বেলা শিশিরের ভূমিকা বোলারদের জন্য হয়ে উঠতে পারে বিরক্তির কারণ।

এই ব্যাপারটি মাথায় রেখে ইডেন টেস্টের প্রতিদিনের খেলা শুরুর সময় আধা ঘণ্টা এগিয়ে আনা হয়েছে।

পূর্বনির্ধারিত সময় অনুযায়ী প্রতিদিন স্থানীয় সময় দুপুর দেড়টায় (বাংলাদেশ সময় দুপুর দুইটায়) খেলা শুরু হওয়ার কথা থাকলেও নতুন নির্ধারিত সময় অনুযায়ী স্থানীয় সময় দুপুর একটায় (বাংলাদেশ সময় দুপুর দেড়টায়) ম্যাচ শুরু হবে। প্রতিদিনের খেলা শেষ হবে রাত আটটায় (বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়)।

প্রসঙ্গত, এই মৌসুমে কলকাতায় সন্ধ্যা হয় পাঁচটার দিকে।

আগামী ১৪ নভেম্বর ইন্দোরে শুরু হবে ভারত ও বাংলাদেশের মধ্যকার প্রথম টেস্ট। এরপর দুই দলই পাড়ি জমাবে কলকাতায়। ইডেন টেস্টকে সামনে রেখে বিসিসিআই ও সিএবি বেশ উৎসুক। দুই দলের প্রথম দিবারাত্রির ম্যাচকে স্মরণীয় করে রাখতে সংস্থাদ্বয়ের আগ্রহের শেষ নেই। এই ম্যাচে দুই দেশ ও দেশের ক্রিকেটের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

ভোগলেকে অপমান করে ‘অনুতপ্ত’ সঞ্জয়

ভারত-বাংলাদেশ ম্যাচ থেকে জুয়াড়ি আটক

কী করবেন চতুর্থ ও পঞ্চম দিনের দর্শকরা?

বাংলাদেশের সমর্থকদের জন্য খারাপ লাগছে গাভাস্কারের

বাংলাদেশের ক্রিকেটারদের ‘তাচ্ছিল্য’ করে বিজ্ঞাপন কলকাতা পুলিশের!