Scores

বদলে গেল শুক্রবারের দুটি ম্যাচের সময়

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ১১তম ও ১২তম ম্যাচ মাঠে গড়াবে আগামী শুক্রবার (৪ ডিসেম্বর)। সাপ্তাহিক ছুটির দিনের ম্যাচ দুটির সময় বদলেছে টুর্নামেন্ট কমিটি। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, দিনের প্রথম ম্যাচ শুরু হয়ার কথা ছিল দুপুর ২টায়। তবে পরিবর্তিত সূচিতে ম্যাচটি শুরু হবে দুপুর ১২টায়। একইভাবে এগিয়ে এসেছে দিনের দ্বিতীয় ম্যাচের সময়ও। সন্ধ্যা ৭টার পরিবর্তে ম্যাচটি শুরু হবে বিকাল ৫টায়।

Also Read - হার্দিক-জাদেজার ব্যাটে হোয়াইটওয়াশ এড়ালো ভারত

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোর সূচি পূর্বনির্ধারিত সময় অনুযায়ী অনুষ্ঠিত হবে। সময়ের পরিবর্তন শুধু ৪ ডিসেম্বরের ম্যাচের জন্যই, জানানো হয়েছে বিজ্ঞপিতে।

প্রসঙ্গত, শুক্রবার দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ফরচুন বরিশাল ও জেমকন খুলনা। দ্বিতীয় ম্যাচে বেক্সিমকো ঢাকা লড়বে মিনিস্টার গ্রুপ রাজশাহীর বিপক্ষে।

একনজরে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের বাকি অংশের সূচি 

তারিখ – ম্যাচ ক্রমিক – ম্যাচ –

৪ ডিসেম্বর১১ফরচুন বরিশাল বনাম জেমকন খুলনাদুপুর দুইটামিরপুর
৪ ডিসেম্বর১২বেক্সিমকো ঢাকা বনাম মিনিস্টার গ্রুপ রাজশাহীসন্ধ্যা ৭টামিরপুর
৬ ডিসেম্বর১৩গাজী গ্রুপ চট্টগ্রাম বনাম বেক্সিমকো ঢাকাদুপুর দেড়টামিরপুর
৬ ডিসেম্বর১৪জেমকন খুলনা বনাম মিনিস্টার গ্রুপ রাজশাহীসন্ধ্যা সাড়ে ৬টামিরপুর
৮ ডিসেম্বর১৫মিনিস্টার গ্রুপ রাজশাহী বনাম ফরচুন বরিশালদুপুর দেড়টামিরপুর
৮ ডিসেম্বর১৬জেমকন খুলনা বনাম গাজী গ্রুপ চট্টগ্রামসন্ধ্যা সাড়ে ৬টামিরপুর
১০ ডিসেম্বর১৭বেক্সিমকো ঢাকা বনাম জেমকন খুলনাদুপুর দেড়টামিরপুর
১০ ডিসেম্বর১৮ফরচুন বরিশাল বনাম গাজী গ্রুপ চট্টগ্রামসন্ধ্যা সাড়ে ৬টামিরপুর
১২ ডিসেম্বর১৯মিনিস্টার গ্রুপ রাজশাহী বনাম গাজী গ্রুপ চট্টগ্রামদুপুর দেড়টামিরপুর
১২ ডিসেম্বর২০ফরচুন বরিশাল বনাম বেক্সিমকো ঢাকাসন্ধ্যা সাড়ে ৬টামিরপুর
১৪ ডিসেম্বর২১এলিমিনেটর (৩য় স্থান বনাম ৪র্থ স্থান)দুপুর দেড়টামিরপুর
১৪ ডিসেম্বর২২প্রথম কোয়ালিফায়ার (১ম স্থান বনাম ২য় স্থান)সন্ধ্যা সাড়ে ৬টামিরপুর
১৫ ডিসেম্বর২৩দ্বিতীয় কোয়ালিফায়ার (২২তম ম্যাচের পরাজিত দল বনাম ২১তম ম্যাচের জয়ী দল)সন্ধ্যা সাড়ে ৬টামিরপুর
১৮ ডিসেম্বর২৪২২তম ম্যাচের জয়ী দল বনাম ২৩তম ম্যাচের জয়ী দলসন্ধ্যা ৭টামিরপুর

 

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 


Related Articles

নিজের পারফরম্যান্সে খুশি নন আল-আমিন

মুস্তাফিজের কাছ থেকে অনেক কিছু শিখেছেন শরিফুল

সুজন ও মুশফিকের প্রতি কৃতজ্ঞ মুক্তার

টি-টোয়েন্টির পারফরম্যান্স দিয়ে ওয়ানডের দল বাছাই কঠিন : প্রধান নির্বাচক

বঙ্গবন্ধু টি-২০ কাপের ‘সেরা একাদশ’