Scores

বদলে যাওয়া ক্রিকেট দেখতে কৌতূহলী সাঙ্গাকারা

আগামী জুলাইয়ে আবার মাঠে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট। টেস্ট সিরিজ খেলতে নামছে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। করোনার পর ক্রিকেটে বেশকিছু পরিবর্তন বাধ্যতামূলক হতে চলেছে। যেখানে নিজেদের মধ্যেও সামাজিক দূরত্ব মেনে চলতে হবে ক্রিকেটারদের। বদলে যাওয়া ক্রিকেটের এসব চিত্র দেখতে কৌতূহলী কুমার সাঙ্গাকারা।

সাঙ্গাকারার দায়িত্বের মেয়াদ বাড়ছে

Also Read - অনুশীলনে ফিরলেও ভাবনায় নেই শ্রীলঙ্কা সফর

বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাদের এক রিপোর্টে জানিয়েছে, কোভিড-১৯ মূলত মানুষের শরীরের ড্রপলেট (থুতু ও লালা) থেকে ছড়ায়। যেখানে আক্রান্ত ব্যক্তির হাঁচি-কাশি থেকে এই ভাইরাস অন্যের শরীরে ছড়িয়ে পড়ে। ফলে ক্রিকেটারদের আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি।

ক্রিকেট মাঠে খেলোয়াড়রা বল পালিশের জন্য তাদের ড্রপলেট ব্যবহার করেন। তবে করোনার পর এই প্রথার বিলুপ্তি একপ্রকার অনুমেয়। আইসিসি ক্রিকেট ফেরাতে যে নতুন গাইডলাইন দিয়েছে, সেখানে থুতু-লালার ব্যবহার নিষিদ্ধ করেছে।

একই সাথে উইকেট বা ম্যাচ জয়ের পর জড়িয়ে ধরে উদযাপনেও নিষেধাজ্ঞা আসতে চলেছে। এমনকি সামাজিক দূরত্ব মেনে চলতে হবে ক্রিকেটারদের ড্রেসিংরুমেও। এমন বদলে যাওয়া ক্রিকেটের বাস্তব চিত্র দেখতে মুখিয়ে আছেন শ্রীলঙ্কান কিংবদন্তি ক্রিকেটার সাঙ্গাকারা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে সাঙ্গাকারা বলেন, ‘বলে থুতু লাগানোর প্রথা অনেকদিন ধরে চলে আসছে। একজন বোলার ছোটবেলা থেকে বল পালিশের জন্য এই পন্থা অবলম্বন করে এসেছে। তাই আগামী দিনে পেস বোলাররা কীভাবে এই অভ্যাস থেকে বেরিয়ে আসে তা দেখার অপেক্ষায় রয়েছি।’

ক্রিকেটাররা এমন পরিবর্তনের সাথে কীভাবে মানিয়ে নেন সেটাই দেখার অপেক্ষায় সাঙ্গাকারা, ‘বর্তমান পরিস্থিতি আমলে নিলে আরও বেশকিছু পরিবর্তন অত্যাবশ্যকীয়। মাঠে ক্রিকেট ফিরলে আসবে সামাজিক দূরত্বের নিয়মাবলী। দেখা যাবে উইকেট পেলে উদযাপন সম্পূর্ণ বন্ধ রাখতে হবে।’

‘ক্রিকেটারদের ড্রেসিংরুমেও প্রতিটি খেলোয়াড়কে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। ক্রিকেটাররা কীভাবে নতুন নিয়মগুলোর সঙ্গে মানিয়ে উঠে সেটাই এখন দেখার।’– সাথে যোগ করেন তিনি।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

Related Articles

ট্রেন্টব্রিজে প্রথম দিনে ভারতের আধিপত্য

বাংলাদেশের বোলিংয়েরও প্রশংসা করলেন ওয়েড

তারুণ্য বিষয় না, দলের জন্য আমাকে দায়িত্ব নিতেই হবে : আফিফ

স্ত্রীর প্রেরণায় অবসরের চিন্তা থেকে সরেছিলেন অ্যান্ডারসন

বিশ্বকাপ খেলেই অবসরে যাবেন ব্রাভো