Scores

বদলে যাচ্ছে গেইলদের দলের নাম!

বদলে যাচ্ছে ব্রায়ান লারা-ক্রিস গেইলদের ঐতিহাসিক জাতীয় দল ওয়েস্ট ইন্ডিজের নাম। দলটির ৯১ বছরের ক্রিকেটীয় ইতিহাসকে বুড়ো আঙুল দেখিয়ে এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে আফ্রিকার বেশ কয়েকটি দেশ নিয়ে গড়া দলটির ক্রিকেট বোর্ড।

‘ওয়েস্ট ইন্ডিজ’ নাম পাল্টে দলের নতুন নাম হবে ‘উইন্ডিজ’। পরিবর্তন আসছে বোর্ডের নামেও। ‘ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (ডব্লুসিবি)’-এর বদলে বোর্ডের নতুন নাম হবে ‘ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ’।

Also Read - লর্ডসে শতক যেকোনো ক্রিকেটারের জন্যই 'স্পেশাল'


এ প্রসঙ্গে বোর্ডের সিইও গ্রেভস জানান। পৃষ্ঠপোষকদের পছন্দেই পাল্টে যাচ্ছে বোর্ডের নাম! ‘পৃষ্ঠপোষকদের কাছে এই নামটি বেশি পছন্দের। তাদের সঙ্গে এই নাম দিয়ে কাজ করতে সুবিধা হয়। ২০১৮-২৩ সাল সামনে রেখে আমরা নতুন পরিকল্পনা হাতে নিয়েছি। অনেক শেয়ার হোল্ডার আছেন, যাদের সঙ্গে আমরা একযোগে কাজ করি। নতুন নামটি সবার পছন্দ।’’- জানান তিনি।

মাঠ ও মাঠের বাইরে বেশ টানাপড়েনে থাকা দলটির বোর্ড সভাপতি ডেভ ক্যামেরন নতুন নামের গ্রহণযোগ্যতা জানিয়ে বলেন, ‘নতুন নামটি বেশি শুদ্ধ এবং বেশি গ্রহণযোগ্য। বিনিয়োগকারীরা এই নামে আকৃষ্ট হবে।’

  • সিয়াম চৌধুরী, প্রতিবেদক, বিডিক্রিকটাইম
নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

উইন্ডিজদের সহকারী কোচ পাকিস্তানের মুশতাক

লর্ডসে খেলতে মুখিয়ে তামিম

অবসরের আগে অন্তত একটি টেস্ট খেলতে চান গেইল

ভারত সিরিজের জন্য উইন্ডিজ দল ঘোষণা