Scores

জাঁকজমক আয়োজনে বধূবরণ করলেন মুস্তাফিজ

গত ২০ মার্চ অনেকটা হুট করেই বিয়ে হয় মুস্তাফিজুর রহমানের। জাতীয় দলের এই তারকা পেসার নীরবেই সেরে ফেলেন সঙ্গীনীর সঙ্গে ঘর বাঁধার কাজ। তবে তখনই জানিয়েছিলেন, বড় আয়োজনের মাধ্যমে বৌভাত করবেন। মুস্তাফিজ সেই কথা রেখেছেন।

মুস্তাফিজের বধূবরণ
বধূবরণ অনুষ্ঠানে স্ত্রীর সাথে মুস্তাফিজ। ছবি: সংগৃহীত

শনিবার (১৩ জুলাই) সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার তেঁতুলিয়া গ্রামে নিজের বাড়িতে মুস্তাফিজের বৌভাত বা বধূবরণের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। জাঁকজমক আয়োজনে ক্রিকেট পাড়ার অনেকেই উপস্থিত ছিলেন। বধূবরণ অনুষ্ঠানে হাজারো মানুষের আনাগোনায় মুখরিত হয়ে উঠে মুস্তাফিজের বাড়ি।

Also Read - "কোচিং আমার পেশা"


অতিথিদের কাছে দোয়া চেয়ে মুস্তাফিজের বাবা আলহাজ্ব আবুল কাশেম গাজী সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

চলতি বছরের ১৫ মার্চ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে সন্ত্রাসী হামলা হওয়া আল নূর মসজিদের খুব কাছেই অবস্থান করছিলেন নিউজিল্যান্ড সফররত বাংলাদেশ দলের ক্রিকেটাররা। ভয়াবহ দুর্ঘটনার খুব কাছে থেকেই ফিরে এসে ঘাবড়ে যান ক্রিকেটাররা। মানসিকভাবে তারা বিপর্যস্ত হয়ে পড়েন। সিরিজ অসম্পূর্ণ রেখেই ফিরে আসেন দেশে।

ঐ ঘটনার পর ক্রিকেট অঙ্গনে বিয়ের ধুম পড়ে। মানসিক ধাক্কা কাটাতে মায়ের ইচ্ছা পূরণে বিয়ের পিঁড়িতে বসেন মুস্তাফিজও। যদিও বিয়ের পরই ফের নেমে পড়তে হয়েছিল ক্রিকেটীয় ব্যস্ততায়।

গত ২২ মার্চ মুস্তাফিজের শুভ বিবাহ সম্পন্ন হয়। তার স্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান প্রথম বর্ষের শিক্ষার্থী, নাম সামিয়া পারভীন শিমু। শিমু সম্পর্কে মুস্তাফিজের নিকটাত্মীয়ও। তিনি সম্পর্কে মুস্তাফিজের মামাতো বোন ছিলেন।

দেখুন মুস্তাফিজের বৌভাতের এক্সক্লুসিভ মুহূর্তঃ

মুস্তাফিজ-শিমুর শনিবারের অনুষ্ঠানে প্রায় তিন হাজার মানুষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অতিথিদের খাসির বিরিয়ানী, গরুর মাংস, দই ও কোমল পানীয় দিয়ে আপ্যায়ন করা হয়।

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

মুস্তাফিজকে ‘হুমকি’ বলছেন কোহলি

বাংলাদেশকে সমীহ কোহলির

বদলে গেল ইডেন টেস্টের সময়!

হঠাৎ বদলে গেল বাংলাদেশের প্রতিপক্ষ

আক্রমণাত্মক অধিনায়ক হতে চান মুমিনুল