Scores

বন্ধুকে সঙ্গ দিতে বিমান ছেড়ে ট্রেনে যাত্রা

ভারতে স্বাগতিকদের বিপক্ষে চলছে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজকে কেন্দ্র করে ব্যস্ত সময় কাটাচ্ছেন দুই দলের সমর্থকরাও। গ্যালারিতে বসে যেসব সমর্থক নিজ নিজ দেশের পক্ষে গলা ফাটিয়ে যান ক্লান্তিহীনভাবে, তাদেরও দলের মত ছুটতে হচ্ছে এক শহর থেকে অন্য শহরে।

বন্ধুকে সঙ্গ দিতে বিমান ছেড়ে ট্রেনে যাত্রা!

ভারত ও বাংলাদেশের মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হয়েছিল রাজকোটে। তৃতীয় ম্যাচ নাগপুরে, যা হাজারেরও বেশি কিলোমিটার দূরে। বাংলাদেশ ক্রিকেটের পাঁড় ভক্ত শোয়েব আলী বুখারি দলকে সমর্থন দিতে এখন ভারতে। রাজকোটের ম্যাচ শেষে নাগপুরে পাড়ি জমাতে তিনি যাতায়াতের জন্য বেছে নেন ট্রেন।

Also Read - ইডেন টেস্টের ঘণ্টা বাজাবেন শেখ হাসিনা ও মমতাএদিকে ভারতের সমর্থক সুধীর গৌতম নাগপুর যাওয়ার কথা বিমানে চড়ে। শোয়েবের মত তিনিও তার দেশে ক্রিকেটের আইকনিক সমর্থক। দুই দলের মাঠের লড়াই বা দ্বৈরথ যতই থাকুক না কেন; বয়স, ধর্ম, জাতি বা দলের ভেদাভেদ ভুলে দীর্ঘদিন ধরেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক শোয়েব ও সুধীরের।

বন্ধুকে সঙ্গ দিতে বিমান ছেড়ে ট্রেনে যাত্রা!

আর তাই বন্ধু শোয়েবকে সঙ্গ দিতে সুধীর বিমানের ফ্লাইট ছেড়ে একই ট্রেনে যাত্রা করেন। রাজকোটে সিরিজের দ্বিতীয় ম্যাচ শেষে তৃতীয় ম্যাচের ভেন্যু নাগপুরে শোয়েব ও সুধীর যাচ্ছেন ট্রেনে করে।

রাজকোট থেকে নাগপুরে ট্রেনে যেতে প্রায় এক দিন সময় লাগে। রেলপথে দুই শহরের দূরত্ব ১২০১ কিলোমিটার। দিল্লীতে যাত্রাবিরতি নিয়ে বিমানে যেতেই লেগে যায় প্রায় ৫ ঘণ্টা। ট্রেনে গেলে সামলাতে হয় অনেক ঝক্কি-ঝামেলা। সব মিলিয়ে লেগে যায় সাড়ে ২১ ঘণ্টা!

সফররত বন্ধু শোয়েবের জন্য সুধীর আরামদায়ক ভ্রমণের পথ বাদ দিয়ে বেছে নিয়েছেন ট্রেনের দীর্ঘ ভ্রমণকেই!

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন
Tweet 20
fb-share-icon20

Related Articles

১০০ টাকায় মিলবে বাংলাদেশ-জিম্বাবুয়ে ওয়ানডে সিরিজের টিকিট

বড় দলের বিপক্ষে খেলার সুযোগ চায় বাংলাদেশ

সালমা-জাহানারাদের স্বপ্ন ভঙ্গ

জিম্বাবুয়েকে খাটো করে দেখতে নারাজ সাইফউদ্দিন

ল্যানিং-হিলিদের কাছে ৮৬ রানে ম্যাচ হারল সালমারা