Scores

বরিশালের আঞ্চলিক ভাষা শেখার চেষ্টায় তামিম

আন্তর্জাতিক ক্রিকেট এখনো মাঠে ফেরেনি, তবে বাংলাদেশের ক্রিকেটে স্বস্তির হাওয়া ইতোমধ্যে বইতে শুরু করেছে। সফলভাবে বিসিবি প্রেসিডেন্টস কাপ সম্পন্নের পর ২৪ নভেম্বর থেকে শুরু হবে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ। এই আসরে ফরচুন বরিশালের হয়ে খেলবেন তামিম।

বরিশালের আঞ্চলিক ভাষা শেখার চেষ্টা করবেন তামিম

‘এ’ গ্রেড থেকে ১৫ লাখ টাকা খরচ করে তামিমকে দলে ভেড়ায় বরিশাল। অনুমিতভাবে তামিমই পেয়েছেন দলের নেতৃত্ব। দেশের ক্রিকেটে বরিশালবাসীর আক্ষেপের কমতি নেই। বিপিএলের মত বড় আসরে বরিশালের কোনো দল নেই বিগত বছরগুলোতে। অবশেষে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের পাঁচ দলের একটি দল বরিশালের প্রতিনিধিত্ব করবে।

Also Read - কোহলি না থাকলে সাফল্য পায় ভারত, দাবি গাভাস্কারের


চট্টগ্রামের ছেলে হলেও তামিম এবার সেই বরিশালের মানুষের হাসি ফোটানোর দায়িত্বে। বিদেশিরা বাংলাদেশে এলে যেভাবে বাংলা শেখার চেষ্টা করেন, তামিম এবার একইভাবে বরিশালের ভাষা শেখার চেষ্টা করবেন। স্মিত হেসে শনিবারের (২১ নভেম্বর) সংবাদ সম্মেলনে এমনটাই জানান জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক।

তামিম অবশ্য বরিশালের ভাষায় পারদর্শী নন, পারেনই না বলা চলে। বৈচিত্র্যময় বরিশাল ভাষা শেখার ইচ্ছা প্রকাশ করে তামিম বলেন, ‘বরিশালের ভাষা শেখার চেষ্টা করব। আমি বরিশালের ভাষায় কথা বলতে পারি না। কিন্তু এটা দারুণ যে বরিশাল আবার ফিরে এসেছে। দুই তিন বছর বিপিএলে তাদের অংশগ্রহণ ছিল না।’

সামাজিক যোগাযোগমাধ্যমে অন্যান্য অঞ্চলের চেয়ে এবার বরিশালের ক্রিকেট সমর্থকদের উন্মাদনা চোখে পড়ার মত। তামিম জানালেন, বরিশালের সমর্থকদের খুশির মুহূর্ত এনে দিতে চান তিনি।

ফরচুন বরিশালের অধিনায়ক বলেন, ‘এটা সত্যি যে তাদের অনেক বড় ফ্যানবেজ আছে। এটাই আশা করবো ওরা আবার যেহেতু ফিরে এসেছে তাদের কিছু খুশির মুহূর্ত দেয়ার চেষ্টা করবো।’

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

 

Related Articles

তামিমের অধিনায়কত্বে ‘সমস্যা’ দেখছে না বরিশাল

নিজের ব্যাটিংয়ে খুশি পারভেজ, কুড়ালেন তামিমের প্রশংসাও

দুঃসময়ে তামিমকে পাশে পাচ্ছেন মিরাজ

শিশির নিয়ে দুশ্চিন্তায় তামিম

নিজেদের দুর্বল ভাবতেও নারাজ তামিম