Scores

বল টেম্পারিং কাণ্ডে স্মিথদের বড় লোকসান

বল টেম্পারিং কাণ্ডে দীর্ঘ সময়ের জন্য নিষিদ্ধ হয়েছেন, হারিয়েছেন নেতৃত্বও। স্টিভেন স্মিথ এতেই শুধু নিজের লোকসান বিচার করে থাকলে ভুল করছেন। অর্থের দিক থেকেও তার যে লোকসান হচ্ছে, বিষয়টি যে নির্দ্বিধায় একটি খবরের শিরোনাম হওয়ার যোগ্যতা রাখে!

বল টেম্পারিং কাণ্ডে স্মিথের বড় লোকসান

অস্ট্রেলিয়ার চুক্তির আওতাধীন ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি বেতন পেতেন যে কজন, তাদেরই একজন পদচ্যুত অধিনায়ক স্টিভেন স্মিথ। অস্ট্রেলিয়া জাতীয় দল, আইপিএলের ফ্র্যাঞ্চাইজি বাবদ মূল্য ও বেতন, ম্যাচ ফি এবং স্পন্সর মিলিয়ে স্মিথ আগামী ১২ মাসে পেতেন ৫০ লাখ ডলার, বাংলাদেশি টাকায় যা দাঁড়ায় প্রায় ৩১ কোটি টাকার মতো। সব ধরণের ক্রিকেট থেকে ১২ মাসের জন্য নিষিদ্ধ হওয়ায় এই অর্থ হাতছাড়া হবে স্মিথের।

Also Read - দুই তারকার লড়াইয়ে জিতলেন সাকিব


অজি দলের অধিনায়ক হিসেবে স্মিথ বছরপ্রতি পেতেন ২০ লক্ষ ডলার। আইপিএলে নিষিদ্ধ হওয়ায় রাজস্থান রয়্যালস থেকে যে ২৪ লাখ ডলার পাওয়ার কথা, সেটিও পাওয়া হচ্ছে না। জাতীয় দলের ম্যাচ ফি বাবদ পেতে পারতেন নিদেনপক্ষে আরও ৪ লক্ষ ডলার, এটিও হচ্ছে হাতছাড়া। বাকি যে অর্থ পেতেন স্পন্সর বাবদ, সব স্পন্সর একসাথে বিতর্কিত স্মিথের সাথে চুক্তি বাতিল করায় হারাচ্ছেন তা-ও।

স্মিথের মতো পদচ্যুত সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নারের ক্ষেত্রেও ঘটতে যাচ্ছে প্রায় একই ঘটনা। অস্ট্রেলীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, স্মিথের মতো তিনিও হারাতে যাচ্ছেন বড় অঙ্কের টাকা। শুধুমাত্র একটি বল টেম্পারিংয়ের ঘটনাই দুজনের ক্যারিয়ারে নামিয়ে এনেছে এমন লোকসান।

কেপটাউন টেস্টের তৃতীয় দিনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বল টেম্পারিং কেলেঙ্কারিতে অধিনায়ক স্মিথসহ নাম জড়ায় সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার ও তরুণ ব্যাটসম্যান ক্যামেরন বেনক্রফটের মতো একাধিক অজি ক্রিকেটারের। খবরটি চাউর হওয়ার পর মুহূর্তেই শোরগোল পড়ে যায় পুরো ক্রিকেট বিশ্বে। মুহূর্তেই স্মিথের অধিনায়কত্ব কেড়ে নেওয়ার নির্দেশ দেন খোদ অস্ট্রেলিয়ার সরকার প্রধান। এরপর দায় মাথায় নিয়ে অস্ট্রেলিয়া দলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান স্টিভেন স্মিথ। সেই সাথে তৎক্ষণাৎ সহ-অধিনায়কের দায়িত্ব থেকে সরে দাঁড়ান মারকুটে ওপেনার ডেভিড ওয়ার্নার।

আরও পড়ুনঃ স্বর্গ থেকে পাতালে ‘এ যুগের ডন’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

ওয়েডের ‘মাথার খুলি উড়িয়ে দিতে চেয়েছিল’ আর্চার!

একাধিক রেকর্ড দিয়ে অ্যাশেজ শেষ করলেন স্মিথ

সমতায় শেষ হলো অ্যাশেজ, ট্রফি গেল অস্ট্রেলিয়ায়

অস্ট্রেলিয়ার অধিকাংশ সমর্থকই আমাকে ঘৃণা করে: মার্শ

নেতৃত্বে ফিরবেন স্মিথ!