Scores

বল স্যানিটাইজ করে বহিষ্কার হলেন অস্ট্রেলিয়ান পেসার

করোনার পর বদলে যাওয়া ক্রিকেটে বেশকিছু পরিবর্তন এসেছে। যেখানে আগের নিয়ম পরিবর্তন করে বলে থুতু বা লালা ব্যবহারে নিষেধাজ্ঞা আনা হয়েছে। এজন্য বল পলিশে লালার পরিবর্তে অভিনব কৌশল অবলম্বন করেন অস্ট্রেলিয়ান পেসার মিচ ক্লেডন। ফলে নিষিদ্ধ করা হয়েছে তাকে।

ইংলিশ কাউন্টি ক্রিকেট দল সাসেক্সের হয়ে খেলেন ৩৭ বছর বয়সি অজি পেসার ক্লেডন। সম্প্রতি তার বিরুদ্ধে বলে স্যানিটাইজার ব্যবহার করার অভিযোগ উঠেছে। সেই অভিযোগ প্রমাণিত হওয়ার পর তার ক্লাবই তাকে বহিষ্কার করেছে।

Also Read - টি-টোয়েন্টি ব্লাস্টের জন্য আইপিএলকে ‘না’


এই প্রসঙ্গে নিজেদের ওয়েবসাইটে এক বিবৃতিতে সাসেক্স লিখেছে, ‘মিচ ক্লেডনকে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের নিয়মানুযায়ী নির্বাসিত করা হয়েছে। মিডলসেক্সের বিরুদ্ধে বল করার সময়ে ক্লেডন হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করেছিল।’

আগস্টে মিডলসেক্সের বিপক্ষে খেলতে নেমে প্রথম ইনিংসে বল করার সময়ে বলে স্যানিটাইজার ব্যবহার করেছিলেন এই অস্ট্রেলিয়ান পেসার। সেই ইনিংসে তিনটি উইকেট নিয়েছিলেন ক্লেডন। ঐ ম্যাচের পর তার বিরুদ্ধে অভিযোগ উঠলে তদন্ত করে সাসেক্স। শেষপর্যন্ত নির্বাসিত হন তিনি।

প্রসঙ্গত, বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাদের এক রিপোর্টে জানিয়েছে, কোভিড-১৯ মূলত মানুষের শরীরের ড্রপলেট (থুতু ও লালা) থেকে ছড়ায়। যেখানে আক্রান্ত ব্যক্তির হাঁচি-কাশি থেকে এই ভাইরাস অন্যের শরীরে ছড়িয়ে পড়ে। ফলে ক্রিকেটারদের আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি।

ক্রিকেট মাঠে খেলোয়াড়রা বল পালিশের জন্য তাদের লালা ব্যবহার করতেন। তবে করোনার পর এনিয়ে প্রশ্ন উঠতে শুরু হলে বেশকিছু নতুন নিয়মের অনুমোদন দেয় আইসিসি। তার একটি বলে থুতু-লালা ব্যবহারে নিষেধাজ্ঞা।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

Related Articles

বিগ ব্যাশে খেলবেন না স্মিথ

অস্ট্রেলিয়া স্কোয়াড : দীর্ঘ দিন পর হেনরিকস, দুই নতুন মুখ

ভারত-অস্ট্রেলিয়া পূর্ণাঙ্গ সিরিজের সূচি চূড়ান্ত

ডিসেম্বরেই দর্শক ফিরবে আন্তর্জাতিক ক্রিকেটে!

বদলে যাচ্ছে বিগ ব্যাশের বহুল আলোচিত নিয়ম