
নেপালের এভারেস্ট প্রিমিয়ার লিগের (ইপিএল) এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হয়েছে তামিম ইকবালের দল ভাইরাহাওয়া গ্ল্যাডিয়েটর্স ও কাঠমান্ডু কিংস একাদশ। ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ভাইরাহাওয়া।

টুর্নামেন্টে টিকে থাকতে হলে এই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই ভাইরাহাওয়ার জন্য। দিনের প্রথম খেলায় প্রথম কোয়ালিফায়ারে পোখারা রাইনোসকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে চিতন টাইগার্স। ভাইরাহাওয়া ও কাঠমান্ডুর ম্যাচের জয়ী দল দ্বিতীয় কোয়ালিফায়ারে লড়বে পোখারার বিপক্ষে। এলিমিনেটর ম্যাচ হারলে ছিটকে পড়তে হবে টুর্নামেন্ট থেকে।
Eliminator: @BhwGladiators vs @KathmanduKings#Gladiators will be batting first after winning the toss
Follow the live scores on:https://t.co/OB5Aln2ASV#eplt20#DareToDream #EPLPlayoffs#gladiatorsVSkings
— EPL – Everest Premier League (@eplt20official) October 6, 2021
যথারীতি এই ম্যাচেও ভাইরাহাওয়ার ব্যাটিং লাইনআপের বড় ভরসা তামিম। সর্বশেষ ব্যাট হাতে যেদিন নেমেছিলেন, সেদিন দলকে এনে দিয়েছিলেন দুর্দান্ত সূচনা। ৪০ রান করে সাজঘরে ফিরলেও তামিমের দৃঢ়তায় দল পায় জয়ের দেখা।
একনজরে দুই দলের একাদশ
ভাইরাহাওয়া গ্ল্যাডিয়েটর্স : শারদ ভেসোকার (অধিনায়ক), রোহিত পাউদেল, আরিফ শেখ, কুশল মাল্লা, অবিনাশ বোহারা, প্রদীপ অইরি, উপুল থারাঙ্গা (উইকেটরক্ষক), তামিম ইকবাল, ধামিকা প্রসাদ, দুর্গেশ গুপ্ত ও কৃষ্ণ কার্কি।
ম্যাচটির বল বাই বল লাইভ স্কোর দেখুন এখানে
কাঠমান্ডু কিংস একাদশ : সন্দ্বীপ লামিচানে (অধিনায়ক), আশান প্রিয়ঞ্জন, রাজু রিজাল (উইকেটরক্ষক), জিতেন্দ্র মুখিয়া, গুলশান ঝা, অমিত শ্রেষ্ঠ, রায়ান বার্ল, জনক প্রকাশ, আমার রউতেলা, শের মাল্লা।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।