Scores

“বাংলাদেশকে ওয়ালশের আরও অনেক দেওয়ার আছে”

২০১৬ সালে বাংলাদেশ দলের পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ পাওয়ার পর কোর্টনি ওয়ালশ এখন পর্যন্ত কতটুকু সফল হয়েছেন তা অল্প কথায় বলার জো নেই। স্পিন দিয়েই প্রধানত সাজান হয় বোলিং আক্রমণ। বিশ্বকাপের মত জায়গায় অবশ্য পেসই থাকছে নেতৃত্বে। এমন সুযোগ পেলে যা একটুআধটু কথা হয় ওয়ালশকে নিয়ে!

“বাংলাদেশকে ওয়ালশের আরও অনেক দেওয়ার আছে”
অ্যামব্রোস ও ওয়ালশ, যখন খেলতেন একসাথে। ফাইল ছবি

বাংলাদেশের সম্ভাবনাময় পেস বোলিং লাইনআপ নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন ওয়ালশ। বিশ্বকাপে পেসাররা যতটুকুই ভালো করছেন, তাতে অবদান ওয়ালশেরই। যদিও তার খেলোয়াড়ি জীবনের জৌলুস বিবেচনায় কোচিং ক্যারিয়ারে সাফল্য কম বলেই মনে করেন অনেকে।

Also Read - টাইগারদের জয়ে আনন্দ মিছিল


তবে ওয়ালশের খেলোয়াড়ি জীবনের ‘পার্টনার’ ও কাছের বন্ধু কার্টলি অ্যামব্রোস মনে করেন, ওয়ালশের এখনো বাংলাদেশের ক্রিকেটকে অনেক কিছু দেওয়ার আছে।

অ্যামব্রোস বলেন, কোর্টনি ওয়ালশ একজন কিংবদন্তী। ফাস্ট বোলিং নিয়ে তার প্রচুর জ্ঞান রয়েছে। বাংলাদেশের ক্রিকেটকে তার আরও অনেক কিছু দেওয়ার আছে। যদি বোলাররা শিখতে চায়, তাহলে বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যতে সে অবদান রাখতে পারে।’

বোলিং জুটি কিংবা বন্ধুত্বের চেয়েও তাদের ভ্রাতৃত্ব যেন বেশি গাঢ়। অ্যামব্রোস বললেন, ‘ও আমার বেশ ভালো বন্ধু। সবাই জানে আমরা বোলিং জুটি হিসেবে দুর্দান্ত ছিলাম, এবং এখনো আমরা বন্ধুত্ব এমনভাবে টিকিয়ে রেখেছি যেন আমরা দুই ভাই। তাই তার বোলিং ক্যারিয়ার নিয়ে আমি কথা বলি না। সবাই ভালো করেই জানে সে কি দুর্দান্ত বোলার ছিল।’

এ সময় ওয়ালশের ‘বর্তমান দল’ বাংলাদেশের ক্রিকেটীয় উন্নতির প্রশংসাও করেন অ্যামব্রোস। তার ভাষ্য, ‘বাংলাদেশের ক্রিকেটে ভালো উন্নতি হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটে আসার পর সবাই তাদের হারাত। কিন্তু এখন তারা অনেক ভালো একটি দল। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে তারা খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল। তবে টেস্ট ম্যাচ নিয়ে তাদের আরও কাজ করতে হবে।’

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

ইএসপিএন ক্রিকইনফো অ্যাওয়ার্ডে মনোনিত সাকিবের ইনিংস

বিশ্বকাপ ফাইনালে ধৈর্যশীলতা দেখানোর পুরস্কার জিতল কিউইরা

‘আমি সর্বদা বলি, সমর্থকরা আমাদের দ্বাদশ খেলোয়াড়’

আইসিসিকে নিশামের খোঁচা

সুপার ওভারের নিয়মে পরিবর্তন আনল আইসিসি