Scores

‘বাংলাদেশকে দেখানো দরকার কেন আমরা এক নম্বর’

হায়দারাবাদে বাংলাদেশের বিপক্ষে ভারতের ২০৮ রানের মত বিশাল ব্যবধানে জয়ে বেশ ফুরফুরে মেজাজেই রয়েছে ভারত। স্কোরবোর্ডের দিকে তাকালেই নজরে আসে এই জয়ের মূলে ছিলো ভারতের দুই স্পিনার রবিচন্দ্রন অশ্বিন এং রবীন্দ্র জাদেজা। অবশ্য স্কোরবোর্ড খুব সম্ভবত ব্যর্থ হবে ভারতের পেস বোলিং এর কার্যকারিতা দেখাতে। অথচ বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের ৪৫৯ রানের লক্ষ্য তাড়া করায় ধস নামাতে পেস বোলিং বিরাট ভূমিকা পালন করে।

১০৩/৩ থেকে পঞ্চম দিনের ম্যাচ শুরু হয়। সাকিব আল হাসান সকালে ৩য় ওভারে জাদেজার বলে আউট হয়ে যান এবং প্রথম ইনিংসে সেঞ্চুরি করা মুশফিকুর রহিম ২৩ রানে আউট হয়ে যান অশ্বিনের বলে। মাহমুদউল্লাহ এবং সাব্বির রহমানের ব্যাটে একটু আশার আলো দেখা গেলেও সেই আলো পেসার ইশান্তের অসাধারণ বোলিংয়ে নিভে যায়।

Also Read - অশ্বিনের স্মরণীয় বলে মুশফিকের অটোগ্রাফ


অশ্বিন এবং জাদেজা হয়ত উইকেট বেশি পেয়েছেন কিন্তু ইশান্ত শর্মার বলই বাংলাদেশ দলকে চাপের মুখে রেখেছিলো পুরো ম্যাচ জুড়েই। ভারতের দলের এই মুহূর্তের সবচেয়ে অভিজ্ঞতাসম্পন্ন খেলোয়াড় ইশান্ত ম্যাচ শেষে জানান, বাংলাদেশকে দেখানো জরুরী ছিলো কারা সেরা।

ম্যাচ শেষে শর্মা বলেন, ‘আমরা যে এক নাম্বার দল সেটা আমাদের প্রদর্শন করতে হবে। আমরা বাংলাদেশের বিপক্ষে খেলছি এবং আমাদের দেখাতেই হবে কেনো আমরা বিশ্বে টেস্টে এক নম্বর দল।’

আরো পড়ুনঃ অশ্বিনের স্মরণীয় বলে মুশফিকের অটোগ্রাফ

ফ্রেয়া, প্রতিবেদক, বিডিক্রিকটাইম

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

ওবায়দুল কাদেরকে দেখতে হাসপাতালে মাশরাফি

এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতলো ভারত

মেডিকেল রিপোর্টের উপরেই নির্ভর করছে সাকিবের এনওসি

শঙ্কা কাটিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে খেলছেন মুস্তাফিজ

দুদকের শুভেচ্ছাদূত হলেন সাকিব