SCORE

বাংলাদেশকে পেলেই জ্বলে ওঠেন রোচ!

২০০৯ সাল, বাংলাদেশ দল গিয়েছে ওয়েস্ট ইন্ডিজ (বর্তমান উইন্ডিজ) সফরে। বোর্ডের সাথে দ্বন্দ্বে জড়িয়ে স্বাগতিক দলের অনেক তারকাই জায়গা পাননি স্কোয়াডে। ফলে অনেক তরুণ একটি দল বাংলাদেশের সামনে দাঁড় করাতে বাধ্য হয়েছিলেন দলটির নির্বাচকরা।

বাংলাদেশকে-পেলেই-জ্বলে-ওঠেন-রোচ
রোচের অতিমানবীয় পারফরম্যান্স যেন বিশ্বাস হচ্ছিল না নিজেরই! ছবি: সিডব্লিউআই মিডিয়া

সেই দলের স্রোতে ভেসেই টেস্ট ক্রিকেটে অভিষেক কেমার রোচের। ঐ সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজের দুটিতেই জিতেছিল বাংলাদেশ। রোচ ছিলেন সেই দুঃস্মৃতির সাক্ষী। তবে তার পারফরম্যান্স ছিল দুর্দান্ত। সেই রোচের যেন এখন অভ্যাসে পরিণত হয়েছে- বাংলাদেশকে পেলেই ঢেলে দিতে হবে নিজের সেরাটুকু!

উইন্ডিজের ঐতিহ্যগত পেস আক্রমণের তুলনায় আহামরি ভালো ছিলেন না কখনই। সাম্প্রতিক সময়ে ফর্ম ফিরে পেতে লড়ছিলেন। জ্বলে ওঠার জন্য প্রতিপক্ষ হিসেবে বেছে নিলেন বাংলাদেশকেই। অ্যান্টিগা টেস্টের প্রথম ইনিংসে পাঁচ উইকেট, তাও ব্যাটিং অর্ডারের প্রথম পাঁচজন। দ্বিতীয় ইনিংসে রোচের শিকার হননি কেউ, তার কারণ ডানহাতি পেসারের অনাকাঙ্ক্ষিত চোট। ঐ ইনিংসে রোচ যে বলই হাতে নেননি!

Also Read - বোলারদের কৃতিত্ব দিচ্ছেন হোল্ডার

তবে বাংলাদেশকে পেলে তার জ্বলে ওঠাটা যে অভ্যাসে পরিণত হয়েছে, সেটি রোচ নিজেই স্বীকার করে নিলেন অকপটে। ইনিংস ও ২১৯ রানের বড় জয়ের পর রোচ বলেন, ‘বাংলাদেশের বিপক্ষে আগেও আমি কয়েকবার খেলেছি, এবং আমি ভালো করেছি।’

ঘরের মাঠে খেলা যে কারও জন্যই স্বস্তির। সেই স্বস্তিই হয়ত রোচকে ‘সফরকারী বাংলাদেশ’র বিপক্ষে ভালো করতে সাহায্য করে। তিনি বলেন, ‘সেই সাথে ঘরের মাঠে খেললে বাড়তি সহায়তা পাওয়া যায়। পিচ আমাকে ভালো বল করতে অনেক সাহায্য করেছে। একটু বাউন্স এবং কিছুটা মুভমেন্ট ছিল। একজন ফাস্ট বোলার হিসেবে আপনি এক্ষেত্রে ভালো করার জন্য মুখিয়ে থাকবেন।’

রোচ ভুলেননি নিজেদের বোলিং ইউনিটের প্রশংসা করতেও। সতীর্থদেরও ভাসিয়েছেন প্রশংসায়। তিনি বলেন, ‘অনেকগুলো বিষয় উপকারে এসেছে। শ্যানন দারুণ পারফর্ম করেছে। সেই সাথে হোল্ডার এবং কামিন্সও। একটি বোলিং ইউনিট হিসেবে আমরা জয়ে অবদান রেখেছি।’

আরও পড়ুন: “তিন বিভাগেই হেরে গেছি আমরা”

Related Articles

টেস্ট ক্রিকেটের কাঠিন্য মানতে নারাজ ইমরুল

বিশ্বাস অটুট রাখার তাগিদ তামিমের কণ্ঠে

“আমরা এর চেয়ে অনেক ভালো দল”

বড় পার্টনারশিপে সমাধান দেখছেন সোহান

বাংলাদেশের হতশ্রী পারফরম্যান্সে লয়েডও বিস্মিত