Scores

বাংলাদেশকে ‘বাঙালি’ বলায় সরফরাজের আপত্তি

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে এখন সম্পর্ক শীতল না হলেও একসময় দুই দেশ পরস্পরের বিরুদ্ধে যুদ্ধ করেছিল। পাকিস্তানের শোষণ-নিপীড়নের বিরুদ্ধে যুদ্ধ করে বাংলাদেশ রক্ত দিয়েছে দীর্ঘ ৯ মাস, তারপর অর্জিত হয়েছে স্বাধীনতা।

বাংলাদেশকে ‘বাঙালি’ বলায় সরফরাজের আপত্তি

পাকিস্তানের সেই পৈশাচিক আচরণের কারণে এখনো দেশটির বিশ্বের ইতিহাসে নিন্দিত। এ কারণেই হয়ত, বাংলাদেশ প্রসঙ্গত এলেই সতর্ক অবস্থানে থাকেন পাকিস্তানিরা। তবে এবার এমন দৃশ্য দেখা গেল খোদ ক্রিকেট অঙ্গনেও।

Also Read - ভবিষ্যৎ আন্তর্জাতিক ক্রিকেটে থাকছে ফিফার নিয়মের ছোঁয়া


বিশ্বকাপ শেষ করে পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ দেশে ফেরার পর করাচিতে তার একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে পাকিস্তানের এক সাংবাদিক সরফরাজকে প্রশ্ন করেন, ‘আপনার কি মনে হয়নি বাঙালিদের (ইংরেজিতে ‘বেঙ্গলি’ উচ্চারণ) শোয়েব মালিককে খেলান যেত?’ এই প্রশ্নের জবাবে সরফরাজ ত্বরিত জবাব-

‘ওরা বাংলাদেশ, অনুগ্রহ করে বাঙালি বলবেন না। আপনার এই বলা নিয়ে সামাজিক মাধ্যমে কথা উঠে যেতে পারে। আপনি হয়ত আপত্তিকর শব্দ ব্যবহার করছেন। এজন্য নিষিদ্ধও হতে পারেন!’

সরফরাজের অবশ্য এমন সতর্ক থাকার আরও একটি কারণ থাকতে পারে। মাস কয়েক আগে দক্ষিণ আফ্রিকান পেসার অ্যান্ডিলে ফেসুকায়োর সাথে বর্ণবাদী আচরণ করে ব্যাপক সমালোচনা কুড়িয়ে নিয়েছিলেন। বাংলাদেশকে বাঙালি বলে আখ্যা করলে তেমন কিছুই হয় কি না, হয়ত এটাই ভাবছিলেন পাকিস্তানের আলোচিত অধিনায়ক!

বাঙালি বললে অবশ্য কিছুটা ফাঁক থেকেই যায়। ভারতের পশ্চিমবঙ্গের অধিবাসীদেরও বাঙালি বলে আখ্যায়িত করা হয়। তাই বাংলাদেশের অধিবাসীদের জাতীয়তা প্রকাশে এখন ব্যবহার করা হয় ‘বাংলাদেশি’ শব্দটাই।

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন
Tweet 20
fb-share-icon20

Related Articles

বুমরাহকে ব্যঙ্গ করে বিপাকে ইসলামাবাদ ইউনাইটেড

আসিফ-আমির-বাটদের ফাঁসিতে ঝোলানো উচিৎ!

পাকিস্তানি ক্রিকেটারদের দুঃসংবাদ দিল পিসিবি

করোনা প্রতিরোধে ৫ মিলিয়ন রুপি দিচ্ছেন পাকিস্তানি ক্রিকেটাররা

পিএসএলের বাকি অংশ ৮ মাস পর