Scores

বাংলাদেশকে বোল্টের ‘শর্ট’ বলের হুমকি

হ্যামিল্টনে বাংলাদেশকে সবচেয়ে বেশি ভুগিয়েছে বোল্ট-ওয়াগনারদের শর্ট বল। ওয়েলিংটনেও সেই শর্ট বল দিয়ে সফরকারীদের ঘায়েল করার কথা জানালেন ট্রেন্ট বোল্ট।

সাদমান ইসলাম

প্রথম টেস্টে ওয়াগনারের অধিকাংশ বলই ছিল শর্ট। সাথে বোল্ট-সাউদিদের আক্রমণ। প্রথম ইনিংসে ওয়াগনার ও দ্বিতীয় ইনিংসে বোল্ট পাঁচটি করে উইকেট নেন। বোল্ট মনে করছেন তাদের শর্ট বল করার কৌশল বাংলাদেশেরও অজানা নয়। তার ভাষায়, ‘আমি নিশ্চিত ওরা (বাংলাদেশ) জানে এটাই হবে। আমার কাছে এটি ভালো কৌশল (শর্ট বল) যখন উইকেটে কিছু থাকে না। কোনো সুইং নেই আর আপনার হাতেও যখন খুব বেশি বিকল্প পথ থাকে না। আমাদের ওয়াগনার আছে যে এই পরিকল্পনা খুব ভালোভাবেই ফলাতে জানে। এটি এমন কৌশল যা আমরা ব্যবহার করে সফল হয়েছি এবং নিশ্চিত থাকুন এখানেও তা অব্যাহত থাকবে।’

Also Read - দ্বিতীয় টেস্টে মুশফিকের খেলা প্রসঙ্গে কোচের ভাষ্য


গত বছর ডিসেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে যখন জয়ের সুবাস পাচ্ছিলো কিউইরা তখনই ঘটে পিচের অদ্ভুত আচরণ। টেস্টের চতুর্থ দিনে একটি উইকেটও তুলতে পেরেছিল না বোল্ট-সাউদিরা। সেই স্মৃতিচারণ করে এই বাঁহাতি পেসার বলেন,

‘আমি একই রকম কন্ডিশন (গত ডিসেম্বরের মতো) আশা করছি। আশা করি, চতুর্থ দিনের মতো উইকেটশূন্য থাকতে হবে না। তেমন কিছু হলে আমাদের উইকেট নেওয়ার পথ বের করতে হবে। আর আমি জানি দলের এই সামর্থ্য আছে।’

ওয়েলিংটনের বেসিন রিজার্ভে গত ছয় বছরে তিনি ইনিংসে তিন উইকেটের বেশি নিতে পারেননি। সেটাও তার একটা চিন্তার কারণ।

তবে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ যে একেবারে সহজও হবে না সেটাও বলেছেন তিনি। বোল্ট বলেন হ্যামিল্টনে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের দশ উইকেট তুলতে স্বাগতিকদের অনেক পরিশ্রম করা লেগেছে। তিনি বলেন, ‘এটি টেস্ট ক্রিকেট, তাই সহজ হওয়ার কথা নয়। আগের টেস্টে বাংলাদেশের ১০ উইকেট (দ্বিতীয় ইনিংস) নিতে সবার খুব খাটুনি গেছে। তবে এভাবে জেতায় মজাটা আরও বেড়েছে। আসলে টেস্ট ক্রিকেটের এটাই আসল সৌন্দর্য। সব সময় চ্যালেঞ্জিং।’

ওয়েলিংটনে শুক্রবার বাংলাদেশ সময় ভোররাত চারটায় সিরিজের দ্বিতীয় টেস্টে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। জানা গেছে, সেখানকার কন্ডিশন বাংলাদেশের ব্যাটসম্যানদের অনুকূলেই থাকবে। তামিম-সাদমানরা সুযোগটা কাজে লাগাতে পারে কিনা সেটাই দেখার বিষয়!

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

আইপিএল খেলতে অনুমতি দিবে বোর্ড; বাকি দায়িত্ব নিজেদের

আইপিএল নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছেন বোল্ট

‘৮ ওভার’ বল করেই অসুস্থ হয়ে পড়লেন বোল্ট!

কিউইদের টেস্ট দল ঘোষণা, ফিরলেন বোল্ট

ভারতের বিপক্ষে নিউজল্যান্ডের নতুন পেস আক্রমণ