
দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের মধ্যকার টেস্ট সিরিজের সেরা খেলোয়াড় কেশব মহারাজ এপ্রিলে বিশ্বের সেরা খেলোয়াড়ের খেতাব পেয়েছেন। সোমবার (৯ মে) আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ হিসেবে মহারাজের নাম ঘোষণা করা হয়েছে।

মহারাজ ছাড়াও এবার এই খেতাবের দৌড়ে ছিলেন সিমন হার্মার ও ওমানের জতিন্দর সিং। এর মধ্যে হার্মারের বিবেচিত পারফরম্যান্সও ছিল বাংলাদেশ সিরিজের। তবে শেষপর্যন্ত হার্মার বা জতিন্দর নন, মহারাজই জিতেছেন সেরার খেতাব।
ডারবানে সিরিজের প্রথম ম্যাচের প্রথম ইনিংসে মহারাজ কোনো উইকেট না পেলেও দ্বিতীয় ইনিংসে একাই শিকার করেন সাতটি উইকেট। বাংলাদেশকে দ্বিতীয় ইনিংসে মাত্র ৫৩ রানে অল-আউট করে দিয়ে ম্যাচসেরার পুরস্কারও জিতে নেন এই স্পিনার। পোর্ট এলিজাবেথে দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে ৮৪ রান করেন মহারাজ। বল হাতে দুই ইনিংসে যথাক্রমে দুই উইকেট ও সাত উইকেট নিয়ে হন ম্যাচ ও সিরিজ সেরা খেলোয়াড়। সেই পারফরম্যান্সের আরও একটি স্বীকৃতিও জুটল মহারাজের।
We have a winner 👀
Find out who has been crowned as the ICC Men’s Player of the Month for April 2022 ⬇️
— ICC (@ICC) May 9, 2022
নারী ক্রিকেটারদের মধ্যে এই খেতাবের জন্য মনোনয়ন পেয়েছিলেন অস্ট্রেলিয়ার এলিসা হিলি, ইংল্যান্ডের ন্যাট স্কাইভার ও উগান্ডার জানেত এমবাবাজি। এদের মধ্যে হিলি জিতেছেন এপ্রিলের সেরা প্রমীলা ক্রিকেটারের খেতাব।
A #CWC22 champion takes the ICC Women’s Player of the Month honour for April 2022 💫
Find out 👇
— ICC (@ICC) May 9, 2022
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।