Scores

বাংলাদেশকে ‘মিনোজ’ বলে পরিচয় করাল অস্ট্রেলিয়ান মিডিয়া

অস্ট্রেলিয়ার আগামী বছরের শুরুর দিকের বাংলাদেশ সফর কয়েক মাস পিছিয়ে নেওয়া হয়েছে জুন মাসে। দুই বোর্ডের মাঝে আলোচনার সাপেক্ষেই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত এই টেস্ট সিরিজ খেলতে আগামী বছর মার্চে বাংলাদেশ আসার কথা ছিল অজিদের। তবে সেই সফরটিই নিজেদের সুবিধামত সময়ে পিছিয়ে নিয়েছে দুই বোর্ড।

বাংলাদেশকে মিনোজ বলে পরিচয় করালো অস্ট্রেলিয়ান মিডিয়া

তবে অস্ট্রেলিয়ান গনমাধ্যমে বাংলাদেশ সফর পিছিয়ে নেওয়ার খবরে বাংলাদেশকে অপমান করেই দেখানো হল। অস্ট্রেলিয়ার জনপ্রিয় সংবাদমাধ্যম ফক্স নিউজের ক্রিকেট সংবাদে বাংলাদেশ দলকে ছোট করা হয়েছে। বাংলাদেশ দলকে আবারো মিনোজ বলে আখ্যা দেওয়া হয়েছে ফক্স ক্রিকেটের শিরোনামে। ফক্স নিউজের শিরোনামে বলা হয়,

‘বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টের জন্য অস্ট্রেলিয়ার ক্রিকেট মিনোজদের দেশে সফরের দিনক্ষণ চূড়ান্ত।’

Also Read - সাকিবের দুর্দান্ত পারফরম্যান্সের ম্যাচে বার্বাডোজের নাটকীয় হার!


অবশ্য বাংলাদেশকে ‘মিনোজ’ বলাটা নতুন কিছু নয়। টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর থেকেই বিভিন্ন দেশের মিডিয়া, বিভিন্ন খেলোয়াড় একাধিকবার বাংলাদেশ দলকে মিনোজ হিসেবে চিহ্নিত করে বক্তব্য রেখেছে।

অস্ট্রেলিয়া এর আগে সর্বশেষ ২০১৭ সালে বাংলাদেশ সফর করে। সেইবার ঢাকায় সাকিব আল হাসানের অসাধারণ নৈপুণ্য অস্ট্রেলিয়াকে প্রথমবারের মতো কোন টেস্টে হারায় বাংলাদেশ দল। যদিও চট্টগ্রামে ২য় টেস্টে জয় লাভ করে সিরিজ ১-১ সমতায় শেষ করে অজিরা।

বাংলাদেশের কাছে গত সিরিজে টেস্ট ম্যাচে হারের পরও অস্ট্রেলিয়ান মিডিয়ার এই ধরনের শিরোনাম দিয়ে সংবাদ করাকে ভালো চোখে দেখছেন না ক্রিকেট ভক্তরা। অনেকে টুইটারেই ফক্স ক্রিকেটকে স্মরন করিয়ে দিচ্ছেন অস্ট্রেলিয়ার বাংলাদেশের বিপক্ষে শেষ টেস্ট সিরিজেও ম্যাচ হারার কথা।

শুধু টেস্ট সিরিজই নয় এই বছর হওয়ার কথা টি টোয়েন্টি সিরিজও পিছিয়ে নেওয়া হয়েছে। টি টোয়েন্টি সিরিজটি এই বছরের পরিবর্তে অনুষ্ঠিত হবে ২০২১ সালের টি টোয়েন্টি বিশ্বকাপের আগে।

অস্ট্রেলিয়া তাদের টেস্ট চ্যাম্পিয়নশিপের খেলা ইতিমধ্যে শুরু করে দিয়েছে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে। বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম সিরিজ ভারতে আগামী নভেম্বরে।

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

Related Articles

ম্যাককালাম’কে ভুল প্রমাণ করল অস্ট্রেলিয়া

“মনে হচ্ছে না যে আমরা দলের বাইরে ছিলাম”

অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দলে দুই সহ-অধিনায়ক, ফিরলেন লিন

পাকিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার টেস্ট দলে পাঁচ নতুন মুখ

অস্ট্রেলিয়াকে হারিয়ে পাকিস্তানের ‘ফাইনাল’ বার্তা