Scores

বাংলাদেশকে শক্ত প্রতিপক্ষ হিসেবে দেখছেন লয়েড

কদিন আগেই উইন্ডিজকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের শিরোপা জিতেছিল বাংলাদেশ। শক্তিমত্তা বাড়িয়ে বিশ্বকাপে পা রাখলেও সেই সময়ের কথা ভুলেনি ক্যারিবীয় ক্রিকেট অঙ্গন। আর তাই দলটির কিংবদন্তী সাবেক ক্রিকেটার ক্লাইভ লয়েড বাংলাদেশকে শক্ত প্রতিপক্ষ হিসেবে দেখছেন।

বাংলাদেশকে শক্ত প্রতিপক্ষ হিসেবে দেখছেন লয়েড
ওয়েস্ট ইন্ডিজের হয়ে বিশ্বকাপ জেতা অধিনায়ক ক্লাইভ লয়েড। ফাইল ছবি

সম্প্রতি আইসিসির ওয়েবসাইটে লেখা কলামে লয়েড উইন্ডিজের সেমিফাইনালের সম্ভাবনা নিয়ে উল্লেখ করেন। এ সময় তিনি দলটির পরবর্তী ম্যাচে বাংলাদেশের বিপক্ষে জয়কে আবশ্যক হিসেবে ধরেছেন। যদিও কাজটি সহজ হবে না, জানিয়েছেন এমন অভিমতও।

লয়েড বলেন, ‘সোমবার ওদের পরের ম্যাচে প্রতিপক্ষ বাংলাদেশ। বাংলাদেশ হালকা ভাবে নেওয়ার মতো দল নয়। সম্প্রতি ত্রিদেশীয় সিরিজে উইন্ডিজকে হারিয়েছে ওরা। বিশ্বকাপে এসে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে, ইংল্যান্ডের বড় রানের জবাবে ভালো খেলেছে।’

Also Read - এক্স-রে রিপোর্টে মিলল সুখবর, তবুও অনিশ্চিত মুশফিক!


সেমিফাইনালের দৌড়ে টিকে থাকতে হলে এই ম্যাচে জিততেই হবে উইন্ডিজকে। একই সমীকরণ বাংলাদেশের ক্ষেত্রেও। লয়েড অবশ্য যে দলের হয়ে বিশ্বকাপ জিতেছেন স্বভাবতই সেই দলের পক্ষে চাইছেন ম্যাচ।

তার ভাষ্য, ‘বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি জিততেই হবে। বাংলাদেশও নিজেদের পারফরম্যান্স নিয়ে নিশ্চয়ই আত্মবিশ্বাসী থাকবে। এখন কাজটা ক্যারিবীয়দের ওপর। তাদের ঘুরে দাঁড়াতে হবে এবং গোনায় ধরার মতো দলে পরিণত হতে হবে।’

ক্যারিবীয়রা ‘গোণায় ধরা’র মত দলে পরিণত হতে পারবে কি না সেটি বলে দেবে সময়ই। তবে সাম্প্রতিক সময়ে জমজমাট কিছু ম্যাচ উপহার দেওয়া দুই প্রতিপক্ষের এই লড়াইটিও যে জমজমাট হতে চলেছে- এমন প্রত্যাশা আপাতত করা যেতেই পারে।

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

আইসিসিকে নিশামের খোঁচা

সুপার ওভারের নিয়মে পরিবর্তন আনল আইসিসি

বিশ্বকাপ-ফাইনালের বিতর্কিত নিয়ম ‘চলবে না’ বিগ ব্যাশে!

ড্রেসিংরুমের ভেতরের কথা বাইরে না যাওয়াই ভালো: মুশফিক

উইলিয়ামসনের সেই রান আউট হাতছাড়া নিয়ে মুখ খুললেন মুশফিক