Scores

বাংলাদেশকে সুখবর দিলেন রোচ

জ্যামাইকা টেস্টের আগে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে বড় এক সুসংবাদ দিয়েছেন ক্যারিবীয় পেসার কেমার রোচ। হ্যামস্ট্রিংয়ের ইনজুরির কারণে স্বাগতিক উইন্ডিজ ও সফরকারী বাংলাদেশ দলের মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন তিনি।

বাংলাদেশকে-সুখবর-দিলেন-রোচ
কেমার রোচ। ছবি: এএফপি

মঙ্গলবার ক্রিকেট উইন্ডিজ (সিডব্লিউআই) এর পক্ষ থেকে জানানো হয়, প্রথম টেস্টে পাওয়া চোটের কারণে জ্যামাইকায় অনুষ্ঠিতব্য দ্বিতীয় টেস্টে খেলার জন্য শতভাগ ফিট নন রোচ। আর তাই এই ম্যাচে তাকে বিশ্রামে রেখেছেন নির্বাচকরা। অ্যান্টিগা টেস্টে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ ধ্বসিয়ে দেওয়ার পেছনে বড় অবদান ছিল তার।

যদিও প্রথম টেস্টে বাংলাদেশের প্রথম ইনিংসেই চোট পাওয়া রোচের ইনজুরি গুরুতর নয়। তবে ওয়ানডে ও টি-২০ সিরিজের জন্য এই ডানহাতি পেসারকে সুস্থ রাখতে কোনো ঝুঁকি নিতে চাইছে না বোর্ড, কিংবা রোচ নিজেও। আর তাই রোচের সাথে আলাপ করে তাকে এই টেস্টে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট।

Also Read - ফুটবলের গোলরক্ষক থেকে ক্রিকেটার!


সিরিজ উদ্বোধনী টেস্টে রোচের ডেলিভারি যেন বাংলাদেশি বোলারদের কাছে এসেছিল আগুনের গোলা হয়ে। পেস বান্ধব উইকেটের সুবিধা নিয়ে ম্যাচের প্রথম দিনের লাঞ্চের মধ্যেই রোচ শিকার করেন ব্যাটিং অর্ডারের প্রথম পাঁচ ব্যাটসম্যানকে। তবে ভাগ্যের নির্মম পরিহাসে ঐ পাঁচ উইকেট শিকারের পরই চোটের কারণে পুরো ম্যাচে বল করা থেকে বিরত থাকতে হয় তাকে। তবে সেই পর্যন্তই তার বোলিং ফিগার ছিল দুর্দান্ত- ৫-১-৮-৫!

রোচ দল থেকে বাদ পড়ায় সফরকারী বাংলাদেশ থাকবে কিছুটা হলেও স্বস্তিতে। ৩০ বছর বয়সী এই পেসারের বিচক্ষণ বোলিংয়েই অ্যান্টিগা টেস্টে নড়বড়ে হয়ে গিয়েছিল বাংলাদেশের মনোবল। তবে রোচ না থাকায় কমছে না উইন্ডিজ পেস আক্রমণের শক্তি। রোচের বদলে দলে ডাক পেয়েছেন আলজারি জোসেফ, যিনি বাংলাদেশের প্রস্তুতি ম্যাচে দেখিয়েছিলেন চমক। রোচের বদলি হিসেবে জায়গা পেয়ে ভালো করার সর্বোচ্চ তাড়না তো তার থাকবেই!

আরও পড়ুন: ফুটবলের গোলরক্ষক থেকে ক্রিকেটার!

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

আইপিএল থেকে ছিটকে গেলেন সেরা বোলার আলজারি

মুম্বাইয়ের পেস আক্রমণে আবারও চোটের হানা

একাদশে নেই সাকিব, আলজারির পেসে হারলো হায়দরাবাদ

জোসেফকে দলে নিল মুম্বাই ইন্ডিয়ান্স

ছেলে খেলছে টেস্ট, মারা গেলেন মা