SCORE

বাংলাদেশকে ‘হোম ভেন্যু’ বানাতে চায় পাকিস্তান!

২০০৯ সালে পাকিস্তান সফররত শ্রীলঙ্কান ক্রিকেট দলের উপর নারকীয় জঙ্গি হামলার পর থেকে ক্রিকেট থেকে ভেন্যু হিসেবে কার্যত নির্বাসিত পাকিস্তান। সাম্প্রতিককালে কয়েকটি আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হলেও এখনও পাকিস্তান সফরের নাম শুনলে জিভ শুকিয়ে যায় অনেক দেশের খেলোয়াড়দের।

বাংলাদেশকে 'হোম ভেন্যু' বানাতে চায় পাকিস্তান!

সেই ‘পাকিস্তান-ভীতি’ দূর করা চাট্টিখানি কথা নয়। বাধ্য হয়েই তাই পাকিস্তান নিজেদের হোম ম্যাচ বা সিরিজগুলো খেলে থাকে অন্য কোনো দেশে, স্টেডিয়াম ভাড়া করে। সন্ত্রাসী হামলার পর থেকে এক্ষেত্রে পাকিস্তানের প্রথম পছন্দ ছিল সংযুক্ত আরব আমিরাত।

Also Read - আবারও শীর্ষে ধোনির চেন্নাই সুপার কিংস

চলতি বছর অবশ্য ক্রিকেটীয় দিক থেকে ব্যস্ত সূচি আরব আমিরাতের ক্যালেন্ডারে। এমন অবস্থায় ভেন্যু নির্ধারণ নিয়ে বিপাকে পড়েছে ‘নিজ ভূমে পরবাস’-এর মতো অবস্থায় পড়া পিসিবি। বাধ্য হয়ে এবার বোর্ডটিকে খুঁজতে হচ্ছে নতুন কোনো ভেন্যু। আর নতুন খবর হল, চলতি বছরের অক্টোবর থেকে মার্চ পর্যন্ত অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ আয়োজনের জন্য পাকিস্তান হোম ভেন্যু হিসেবে ব্যবহার করতে চাচ্ছে বাংলাদেশকে।

বাংলাদেশের পাশাপাশি পাকিস্তানের বিবেচনায় আছে মালয়েশিয়া ও শ্রীলঙ্কাও। মালয়েশিয়াকে ভেন্যু করার ব্যাপারে আগ্রহ অবশ্য একটু বেশিই। তবে ঐ দুই সিরিজ চলাকালে দেশটিতে প্রচুর বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সাথে আছে খানিক অপেশাদারিত্বের সম্ভাবনাও; মালয়েশিয়া যে এখনও ক্রিকেটে নবীন সদস্যের একটি! সেই তুলনায় বাংলাদেশকে নিয়ে পিসিবির অনেক কর্তা ভাবছেন বেশ আশাবাদী মনে। এখানে পাকিস্তানের ম্যাচ হলে গাঁটের পয়সা খরচ করে খেলা দেখতে আসা দর্শকের সংখ্যাও তো কম ছিল না অতীতে!

বাংলাদেশ ও মালয়েশিয়ার কোনোটিকেই বাছাই করা না গেলে পিসিবি দ্বারস্থ হতে পারে শ্রীলঙ্কার। অর্থাভাবে ভোগা লঙ্কান বোর্ড পিসিবিকে ভেন্যু ভাড়া না দেওয়ার সম্ভাবনা খুব কমই। তাও যদি প্রত্যাখ্যান করা হয়, পাকিস্তান শরণাপন্ন হতে পারে ইংল্যান্ডের। যদিও ইংলিশদের ব্যস্ত সূচির কারণে নেতিবাচক উত্তর আসতে পারে সেখান থেকেও!

আরও পড়ুনঃ উইন্ডিজ সফরের অনুমতি পত্রে নেই মাশরাফির নাম!

Related Articles

কুকের বদলি নিয়েই শ্রীলঙ্কা যাচ্ছে ইংল্যান্ড

বাংলাদেশের অসহায় আত্মসমর্পণ

মিরাজ-মাশরাফির দৃঢ়তায় বাংলাদেশের সম্মানজনক সংগ্রহ

রশিদের চোখে ‘প্রেরণা ও তৃপ্তিদায়ক’ পারফরম্যান্স

ফখর জামানের কঠোর সমালোচনায় গাভাস্কার