Scores

বাংলাদেশেই ক্রিকেটকে বিদায় বলবেন মাসাকাদজা

শেষের শুরুর ডাক দিলেন হ্যামিল্টন মাসাকাদজাও। জিম্বাবুয়ের কিংবদন্তীতুল্য এই ক্রিকেটার অবসর নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। বাংলাদেশে অনুষ্ঠিতব্য আসন্ন ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলেই ক্রিকেটকে বিদায় জানাবেন এই অভিজ্ঞ অলরাউন্ডার।

বাংলাদেশেই ক্রিকেটকে বিদায় বলবেন মাসাকাদজা

জিম্বাবুয়ে ক্রিকেটের ঘোর দুঃসময়েও দলের হাল ধরে রেখেছেন অধিনায়ক হয়ে। নানা বিতর্কিত ইস্যুতে বোর্ডই যখন ভাঙাচোরা, তখন ক্রিকেটকে সুপথে ফিরিয়ে আনার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ক্রিকেটের জন্য ৩৬টি বসন্ত বিলিয়ে দেওয়া জিম্বাবুইয়ান অধিনায়ক যেন এখন ক্লান্ত। আর তাই জানিয়েছেন- দেশের হয়ে সামনের সিরিজটি খেলেই অবসর গ্রহণ করবেন।

Also Read - ঘোষিত হলো অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের পূর্ণাঙ্গ সময়সূচী


মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) নিজের ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিয়ে মাসাকাদজা জানান, আগামী ১৩ সেপ্টেম্বর থেকে বাংলাদেশে শুরু হতে যাওয়া ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজই হতে যাচ্ছে তার খেলোয়াড়ি জীবনের শেষ মঞ্চ। এই সিরিজ দিয়েই তিনি বিদায় বলবেন আন্তর্জাতিক ক্রিকেটকে।

তার বিদায়ের খবর জানিয়ে এক টুইট বার্তায় জিম্বাবুয়ে ক্রিকেট মাসাকাদজাকে আখ্যা দিয়েছে ‘কিংবদন্তী’ হিসেবে। ২০০১ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত এই ক্রিকেটার সত্যিকার অর্থেই যেন একজন কিংবদন্তী। দেশের ক্রিকেটের টালমাটাল পরিস্থিতিতেও হাল ছাড়েননি। ভঙ্গুর অবস্থার মধ্যেই জিম্বাবুয়ের ক্রিকেটে এখন যে তরুণরা উঠে আসছেন, তাদের অনেকেরই আদর্শ হ্যামিল্টন মাসাকাদজা।


২০০১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ম্যাচ দিয়ে অভিষেক হয় মাসাকাদজার। একই বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হয় ওয়ানডে অভিষেক। টি-টোয়েন্টি ক্রিকেটে মাসাকাদজা নিজের প্রথম ম্যাচ খেলেন বাংলাদেশের বিপক্ষে, ২০০৬ সালে খুলনায়। সেই বাংলাদেশের মাটিতে টি-টোয়েন্টি ক্রিকেট দিয়েই তিনি বিদায় জানাবেন ক্রিকেটকে।

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

মাঠে ফিরছে ক্রিকেট, ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি চূড়ান্ত

সেই বাদ পড়াই বদলে দেয় তামিমের ক্রিকেট জীবন

কোহলির অনুশীলন দেখে লজ্জিত হতেন তামিম!

করোনার পর কেমন হবে ক্রিকেট?

‘ভারতের বিপক্ষে মানসিক চাপ নয়, বরং খেলতে ভালো লাগে’