বাংলাদেশের রোমাঞ্চকর জয়ে টুইটারে ঝড়
মুস্তাফিজুর রহমানের অবিস্মরণীয় শেষ ওভারে আফগানিস্তানকে ৩ রানের ব্যবধানে হারিয়ে জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। আর এতে করে ইউনিমনি এশিয়া কাপ ২০১৮ আসরের ফাইনালে খেলার স্বপ্ন বাঁচিয়ে রেখেছে টাইগাররা।

শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন মাত্র ৮ রান। হাতে রয়েছে পর্যাপ্ত উইকেট, স্ট্রাইকে রশিদ খান। এমতাবস্থায় বিস্ময়বালক মুস্তাফিজের হাতে বল তুলে দেন মাশরাফি বিন মুর্তজা। এরপর অধিনায়কের আস্থার প্রতিদান বেশ ভালোভাবেই দেন তিনি।
Also Read - ভিডিও: আফগানদের বিপক্ষে বাংলাদেশের বিজয়ের মুহূর্তপ্রথম বলে কাভারে ঢেকে দিয়ে রশিদ দুই রান নিয়ে ম্যাচের সমীকরণ নিয়ে আসেন ৫ বলে ৬ রানে। এরপরই শুরু হয় মুস্তাফিজ ভেল্কি। ৫০তম ওভারের দ্বিতীয় বলে রশিদকে নিজের হাতেই ক্যাচ বানিয়ে সাজঘরে ফেরান তিনি। তিন নম্বর বলে ফাইন লেগে মাশরাফির তালুবন্দী হলেও লেগ-বাই আকারে এক রান আসে। এরপরে ডট বল করেন তিনি। পঞ্চম বলে আসে আবারও লেগ বাই সূত্রে একটি রান।
যার বলে ম্যাচের শেষ বলে আফগানদের জয়ের জন্য প্রয়োজন হয় ১ বলে ৪ রানের। তবে এবার কোনো ভুল করেননি মুস্তাফিজ। কাটারের সাথে তার করা হাল্কা বাউন্সারের শেষ বলটি আফগান ব্যাটসম্যান ব্যাটে না লাগাতে পারলে ৩ রানের জয়ে মাঠ ছাড়ে টাইগাররা।

দুর্দান্ত শেষ ওভারে বাংলাদেশের শ্বাসরুদ্ধকর এমন জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে মুস্তাফিজ-রিয়াদদের প্রশংসায় ভাসাতে থাকে ভক্ত ও ক্রিকেটানুরাগীরা। একই সাথে আফগানদের জন্যও শ্বান্তনা দিতে দেখা যায় অনেককে।
বাংলাদেশের দুর্দান্ত জয়ের পর উল্লেখযোগ্য কিছু টুইটার প্রতিক্রিয়া দেখে নিন এক নজরে-
In other news, @Mustafiz90 defends 8 runs in the final over against Afghanistan to keep Bangladesh alive in the #AsiaCup 😲👏#CricketMeriJaan #BANvAFG pic.twitter.com/MIwvE9lJ9a
— Mumbai Indians (@mipaltan) September 23, 2018
Bangladesh beat Afghanistan in yet another humdinger. Tough luck.
And thus India qualifies for the final of #AsiaCup2018 #AFGvBAN #BANvAFG #INDvPAK— Sarang Bhalerao (@bhaleraosarang) September 23, 2018
Unbelievable! What a victory! Thanks Allah.
I have no words to describe @Mustafiz90. He is something special. He is magician to me. Well Played @Mahmudullah30 & @ImrulKayes45. Without your contribution it won’t be possible. #BANvAFG #AsiaCup2018— Imran Hasan (@Imranhasan02) September 23, 2018
Agony for Afghanistan again. Winning close matches is part of the learning curve. Now, a knockout between Pakistan and Bangladesh looms
— Harsha Bhogle (@bhogleharsha) September 23, 2018
What a match!!!
Fizz u beauty ❤#BANvAFG #Tigers pic.twitter.com/ti0Hzequdi— Rakib Hasan (@Ra_kib99) September 23, 2018
🇧🇩Bangladesh Won By 3 runs Against Afghanistan🇦🇫.!!
What A Match.!! What A Finish😍
Fizz You Beauty.!! #BANvAFG #asiacup2018 pic.twitter.com/bYwDfoySMtCongratulations Bangladesh. What a match. Mustafiz you beauty. Well done guys! 👏#AsiaCup2018
— Sabbir Rahman (@OfficialSabbir1) September 23, 2018
— Qaisar Abbas (@Qaisar_Abbas19) September 23, 2018
Afghanistan have come within touching distance of beating Pakistan & Bangladesh—& therefore qualifying for the Final of the Asia Cup. It’s hard not to see this as a missed opportunity but these performances are illustrative of their ability at this level. #AFGvBAN #AsiaCup
— Freddie Wilde (@fwildecricket) September 23, 2018
That’s the fewest runs The Fizz has ever conceded in the 50th over of an ODI. With his side about to go out. With massive leg cramps. With the game on the line.
Massively impressive from the young man.#AsiaCup #AFGvBAN
— Ben Jones (@benjonescricket) September 23, 2018
Afghanistan needed 4 off the final ball and this happened….#AFGvBAN #AsiaCup2018 pic.twitter.com/9Idn9cHGgP
— Cricbuzz (@cricbuzz) September 23, 2018
Magician Mustafiz at his best. Well done Bangladesh. Just One step away from Final. #BANvAFG #AFGvBAN #AsiaCup2018
— Mushfiqur Rahim FC (@mushfiqur_fc) September 23, 2018
Bangladesh win against Afghanistan for the first time in 2018 after four losses (includes 3 T20Is in June). They battled hard to remain in the competition, but it is a pity that the fighting Afghans are out.
— Mohammad Isam (@Isam84) September 23, 2018