Scores

বাংলাদেশের করোনা প্রটোকলে খুশি ক্যারিবীয়রা

করোনাকালে বিদেশ সফরে সবচেয়ে বেশি অভিজ্ঞতা ওয়েস্ট ইন্ডিজের। সেই দলটিই এখন বাংলাদেশ সফরে। আইসিসির নীতিমালা অনুযায়ী বাংলাদেশেও কোয়ারেন্টিনে থাকতে হচ্ছে ক্যারিবীয়দের। এক মাসের দীর্ঘ সফরে থাকতে হবে কোয়ারেন্টিনে।

'দ্বিতীয় সারির' ওয়েস্ট ইন্ডিজ নিয়ে মাথাব্যথা নেই টাইগারদেরইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মত দেশে করোনাকালে সফর করা ক্যারিবীয়রা বাংলাদেশের করোনা প্রতিরোধী ব্যবস্থাপনায় বেশ সন্তুষ্ট। দলটির প্রধান কোচ ফিল সিমন্স জানিয়েছেন, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মতই আতিথেয়তা পাচ্ছেন তারা।

Also Read - বাংলাদেশ সফরে আপত্তি জানানোয় খেলোয়াড়দের 'ভুল' দেখেন না সিমন্স

১০ জানুয়ারি বাংলাদেশে পা রেখে বর্তমানে ৩ দিনের কড়া কোয়ারেন্টিনে আছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম দফা করোনা পরীক্ষায় দলের সবাই উতরে গেছেন। বাংলাদেশের ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করে সিমন্স বলেন, ‘প্রোটোকল এখন পর্যন্ত ভালোই আছে। প্রথম তিন দিন আমরা আমদের রুমেই আছি। আমাদেরকে সকালের নাস্তা, দুপুরের এবং রাতের খাবার রুমেই দেয়া হয়েছে। আমরা বাকি যে দুই দেশে সফর করেছিলাম সেখানেও একই প্রোটোকল ছিল।’

ওয়েস্ট ইন্ডিজ প্রথমে গিয়েছিল ইংল্যান্ড সফরে, যা করোনা পরবর্তী প্রথম দ্বিপাক্ষিক সিরিজ ছিল। নির্বিঘ্নে সেই সফর সম্পন্ন করলেও নিউজিল্যান্ডে গিয়ে দলটির বিরুদ্ধে উঠেছিল নিয়ম ভঙ্গের অভিযোগ। এতসব অভিজ্ঞতার পর সিমন্সরা ভালো করেই জানেন, বায়োবাবলে কীভাবে থাকতে হয়।

তিনি বলেন, ‘আমরা ইংল্যান্ডে কোন নিয়ম ভাঙিনি, নিউজিল্যান্ডে দুটি লঙ্ঘন ঘটেছিল। আপনি সময়ের সাথে সাথে শিখেন। আমার মনে হয় জৈব নিরাপত্তা বলয়ের ক্ষেত্রে আমরা অন্যতম অভিজ্ঞতাসম্পন্ন দল, যেহেতু আমরা ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের পর এখানে এসেছি। আমরা জানি এখানে প্রথম ধাপ পার করার পরও আমাদের প্রটোকল মেনে চলতে হবে। আমাদের যথাসম্ভব দূরত্ব মেনে চলতে হবে। ভিন্ন জায়গা, ভিন্ন নিয়ম, কিন্তু বিষয়টি হলো সবাইকে নিরাপদ রাখা।’

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 


Related Articles

ভারতীয় ব্রডকাস্টারের সাথে পিসিবির ‘৩’ বছরের চুক্তি

রেকর্ডগড়া বোলিংয়ে আয়ারল্যান্ডকে জেতালেন সিমি

নটরাজনের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ তুললেন ওয়ার্ন

এখনো সাকিবের সঙ্গী খুঁজছেন ডমিঙ্গো

জমজমাট লড়াইয়ে জমে ক্ষীর ব্রিসবেন টেস্ট