Scores

বাংলাদেশের কাছে হারার চেয়েও বাজে স্মৃতি চেন্নাইয়ের ফিক্সিং

ক্রিকেট বিশ্বের অন্যতম স্বচ্ছ ক্যারিয়ারের অধিকারী মহেন্দ্র সিং ধোনি। ভারতের ক্রিকেট ইতিহাসের সর্বকালের অন্যতম সেরা এই অধিনায়কের নামেও এসেছিল ফিক্সিংয়ের মত জঘন্য কাজের অপবাদ। সেই অপবাদ মিথ্যে প্রমাণ করতে পারলেও দাগ কেটে গেছে ধোনির মনে।

বাংলাদেশের কাছে হারার চেয়েও বাজে স্মৃতি চেন্নাইয়ের ফিক্সিং

সম্প্রতি ‘রোর অব লায়ন’ নামের একটি ধারাবাহিক তথ্যচিত্র প্রকাশ পায়, যেখানে ধোনি তার জীবনের বিভিন্ন বিষয়ে কথা বলেছেন। সেই তথ্যচিত্রে ধোনি ফিক্সিংয়ের অভিযোগ ওঠার বিষয়টিকে জীবনের সবচেয়ে কঠিন সময় বলে উল্লেখ করেন।

Also Read - ইনজুরিতে ভয় পেয়েছিলেন সাইফউদ্দিন


২০১৩ সালে আইপিএলে চেন্নাই সুপার কিংসের ম্যাচ ফিক্সিংয়ের বিষয়টি জানাজানি হলে মানসিক চাপে ছিলেন ধোনিও। তার কাছে তাই ম্যাচ ফিক্সিংয়ের ঘটনার সময়টি ২০০৭ বিশ্বকাপের চেয়েও বাজে, যে বিশ্বকাপে বাংলাদেশের কাছে হেরে গ্রুপ পর্বেই বিদায় নিয়েছিল ভারত।

তিনি বলেন, ‘২০১৩ সাল আমার জীবনের সবচেয়ে কঠিন সময়। এতটা হতাশ লাগেনি কখনও। ২০০৭ বিশ্বকাপ গ্রুপপর্ব থেকে বাদ পড়া এর কাছাকাছি থাকবে। ২০০৭ সালে আমরা খারাপ ক্রিকেট খেলে হেরেছিলাম। কিন্তু ২০১৩ সালের বিষয় একেবারেই ভিন্ন।’

‘মানুষ ফিক্সিং ও স্পট ফিক্সিং নিয়ে কথা বলছে। তখন এ বিষয় ছিল দেশের সবচেয়ে আলোচিত বিষয়। ফ্র্যাঞ্চাইজি দল ভুল করেছিল কিন্তু এর সঙ্গে কী খেলোয়াড়েরা জড়িত ছিল?’– প্রশ্ন ছুঁড়েন ধোনি।

ধোনি আরও বলেন, ‘ফিক্সিংয়ে আমার নামও উঠে এসেছিল। সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে এমনভাবে প্রচার হয়েছে যে গোটা দল জড়িত, আমি জড়িত। এটা সম্ভব? হ্যাঁ এটা সম্ভব। যে কেউ স্পট ফিক্সিং করতে পারে। আম্পায়ার পারেন, ব্যাটসম্যান পারে, বোলার পারে…কিন্তু ম্যাচ ফিক্সিং করতে গেলে (দলের) বেশির ভাগ খেলোয়াড়কে জড়িত থাকতে হয়।’

ধোনি অবশ্য সেই ফিক্সিংয়ে জড়িত ছিলেন না, সেটি প্রমাণিতও হয়েছে। তবুও ফিক্সিংকে তিনি দেখেন সবচেয়ে জঘন্য অপরাধ হিসেবে, ‘আজ আমি যেখানে, যা কিছু অর্জন করেছি, সব ক্রিকেটের জন্য। তাই ব্যক্তিগতভাবে মনে করি খুন সবচেয়ে বড় অপরাধ নয়, সেটি আসলে ম্যাচ পাতানো। এ ধরনের কিছুতে আমি জড়িত থাকলে তার প্রভাব হবে অনেক বেশি।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন
Tweet 20
fb-share-icon20

Related Articles

সর্বশেষ আইপিএল ‘শাপে বর’ হয়েছে সাকিবের জন্য!

“বিশ্বকাপে কন্ডিশন নয়, চাপ সামলানোই বেশি গুরুত্বপূর্ণ”

রক্তাক্ত অবস্থাতেও ব্যাটিং করে যাচ্ছিলেন ওয়াটসন

আইপিএল ২০১৯: একনজরে পুরস্কারসমূহ

আইপিএলের শ্বাসরুদ্ধকর ফাইনাল নিয়ে টুইটারে ঝড়