Scores

বাংলাদেশের কাছে হারের পর যা বলছেন ক্যালিস

ইংল্যান্ডের কন্ডিশনে প্রথম ম্যাচে ছন্দপতন হতেই পারে- বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের কাছে দক্ষিণ আফ্রিকা হেরে যাওয়ার পর এমনটিই বলেছিলেন সাবেক প্রোটিয়া ক্রিকেটার জ্যাক ক্যালিস। কিন্তু ক্যালিসের উত্তরসূরিরা নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের কাছেও হেরেছে। এরপর সাবেক এই কিংবদন্তী অলরাউন্ডার কী বলছেন?

বাংলাদেশের কাছে হারের পর যা বলছেন ক্যালিস

ক্যালিসের মতে, দক্ষিণ আফ্রিকার জন্য এখন ঘুরে দাঁড়ান কঠিন, তবে সম্ভব। তবে অধরা বিশ্বকাপের দেখা পেতে হলে যে বিন্দুমাত্র ভুল করার আর সুযোগ নেই, মনে করিয়ে দিয়েছেন সে কথাও।

Also Read - যে কারণে ভারত-বাংলাদেশ সিরিজে থাকছেনা ওয়ানডে


আইসিসিকে লেখা কলামে ক্যালিস বলেন, শেষ চারে উঠতে হলে ছয় ম্যাচে জিততে হবে। হতে পারে পাঁচ ম্যাচ জিতলেও চলবে, তবে সে ক্ষেত্রে রান রেট খুব ভালো থাকতে হবে। দক্ষিণ আফ্রিকাকে হাতে থাকা প্রায় সব ম্যাচ জিততে হবে। এখানে ভুল করার কোনো সুযোগ নেই।’

নিজেদের তৃতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকা লড়বে ভারতের বিপক্ষে। ম্যাচটি ভারতের জন্য প্রথম হলেও দক্ষিণ আফ্রিকা ইতোমধ্যে দুটি ম্যাচ খেলেছে। দুই ম্যাচ খেলার অভিজ্ঞতায় প্রোটিয়ারা প্রথম ম্যাচে নামা ‘নার্ভাস’ ভারতের বিপক্ষে ভালো করবে বলেই বিশ্বাস ক্যালিসের।

তিনি বলেন,ভারতের বিপক্ষে ম্যাচটি মোটেও সহজ হবে না। তবে এটা হবে তাদের প্রথম এবং আমাদের তৃতীয় ম্যাচ। যে কারণে আগের দুই ম্যাচ খেলার অভিজ্ঞতা থেকে আমাদের সুবিধা নিতে হবে। তাছাড়া ওরা এক সপ্তাহ খেলার বাইরে আছে এবং প্রথম ম্যাচে কিছুটা নার্ভাস থাকতে পারে।’

ইংল্যান্ডে দক্ষিণ আফ্রিকান ক্রিকেটাররা মানিয়ে নিয়েছেন- এমন প্রত্যাশা ব্যক্ত করে ক্যালিসের ভাষ্য, ‘এই জায়গাটিতে আমরা মানিয়ে নিয়েছি। ক্রিকেটে আশ্চর্যজনক অনেক কিছুই ঘটতে পারে এবং আমরা একটা জয় পেলে তারপর আমরা অনেক দূর পর্যন্ত যেতে পারব। শিরোপা জয়ও অস্বাভাবিক নয়।’

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

বিশ্বকাপের শেষ ম্যাচেই অবসর নিতে চেয়েছিলেন মাশরাফি

স্টোকসের দৃষ্টিতে কোহলির অভিযোগটা ছিল ‘উদ্ভট’

বিশ্বকাপ ব্যর্থতার দায় নিজেদের কাঁধেই নিচ্ছেন মাশরাফি-তামিম

করোনা মোকাবেলায় জার্সি দান করলেন নিকোলস

হারিয়ে ফেলা বিশ্বকাপের মেডেল খুঁজে পেয়েছেন আর্চার!