বাংলাদেশের কোচ হতে আগ্রহী টেলর-তুষার-টেইট

Azmal Tanjim Shakirপ্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2024-02-06T16:00:21+06:00
আপডেট হয়েছে - 2024-02-06T16:00:21+06:00
ব্যাটিং ও বোলিং- দুই বিভাগের জন্যই আলাদা কোচের পদটা এখনো ফাঁকা। সেই দুই পদের জন্য চলছে আবেদন। চন্ডিকা হাথুরুসিংহের কোচিং প্যানেলে যোগ দিতে ইতোমধ্যেই আগ্রহ প্রকাশ করেছেন রস টেলর, শন টেইটরা।
নিউজিল্যান্ড সফরের জন্য ব্যাটিং কোচ হিসেবে কাজ করেছিলেন ডেভিড হেম্প। বারমুডার এ কোচ বর্তমানে বাংলাদেশ ক্রিকেটের হাই পারফরম্যান্স ইউনিটের প্রধান কোচ হিসেবে আছেন। এবার জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করার জন্য আবেদন জমা দিয়েছেন তিনি।
হেম্পের সাথে এখানে প্রতিযোগী হিসেবে আছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের কোচ স্টুয়ার্ট ল। এ অস্ট্রেলিয়ান কোচ ছিলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক কোচও।
আবেদন করেছেন নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার রস টেলর, ইংল্যান্ডের অ্যাডাম হলিওক ও পল নিক্সন। আন্তর্জাতিক ক্রিকেটে ১৮ হাজারের বেশি রান করা রস টেলর ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ২০২২ সালে। যুক্তরাষ্ট্রের টি-২০ দল সিটল ওরকাসের প্রধান কোচের দায়িত্ব পালন করছেন ৪০ বছরে পূর্ণ করার পথে থাকা রস টেলর।
তার তুলনায় কোচিংয়ে বেশ অভিজ্ঞ হলিওক আর নিক্সন। ৫২ বছর বয়সী হলিওক কোচিং করিয়েছেন হং কং জাতীয় দল ও ইংল্যান্ড লায়ন্সের। কিছুদিন আগে পাকিস্তানের ব্যাটিং কোচ হিসেবে নিযুক্ত হয়েছিলেন তিনি। নিক্সন কাজ করেছেন লিচেস্টারশায়ারের প্রধান কোচ হিসেবে। গত বছর এ দায়িত্ব ছাড়েন তিনি।
বাংলাদেশের সাবেক ক্রিকেটার তুষার ইমরানও আগ্রহী এ পদের জন্য। প্রথম শ্রেণির ক্রিকেটে ১১ হাজারের বেশি রান রয়েছে তার। প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশিদের মধ্যে তিনিই সর্বোচ্চ রানের মালিক। বর্তমানে বাংলাদেশ প্রিমিয়ার লিগে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের প্রধান কোচ হিসেবে কাজ করছেন তুষার। তার অধীনে প্রথম ছয় ম্যাচের চারটিতেই জিতেছে চট্টগ্রাম।
বোলিং কোচ হতে আগ্রহী এইচপি ইউনিটের বর্তমান বোলিং কোচ কোরি কলিমোর। এ ক্যারিবিয়ানের পাশাপাশি আবেদন জমা পড়েছে অস্ট্রেলিয়ার শন টেইট, বাংলাদেশের মাহবুব জ্যাকির কাছ থেকেও। টেইট ২০২১ সালে আফগানিস্তানের বোলিং পরামর্শক ছিলেন। ২০২২ সালে পাকিস্তানের বোলিং কোচের দায়িত্ব নিয়েছিলেন তিনি। বর্তমানে তিনি আছেন পিএসএলের কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বোলিং কোচের পদে।
মাহবুব আলম জ্যাকিও দীর্ঘদিন ধরে কাজ করছেন পেস বোলারদের কোচ হিসেবে। ঘরোয়া ক্রিকেটে বেশ পরিচিত কোচ তিনি। ছন্দ খুঁজে পেতে এ কোচের সাথে কাজ করেছিলেন জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ। তাসকিনের দুঃসময় থেকে ফিরে আসার যাত্রায় বড় ভূমিকা রেখেছিলেন তিনি।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি। বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।