Scores

বাংলাদেশের ক্রিকেটে রোডস অধ্যায়ের সমাপ্তি

স্টিভ রোডস চাকরি হারাতে যাচ্ছেন- বিষয়টি শোনা যাচ্ছিল বিশ্বকাপে বাংলাদেশের উপস্থিতি থাকাকালেই। তবে বিশ্বকাপ শেষ করে বাংলাদেশে ফিরেই যে শুনতে হবে চাকরি হারানোর খবর, তা হয়ত ইংলিশ ভদ্রলোক নিজেও ভাবেননি।

বাংলাদেশের ক্রিকেটের রোডস অধ্যায়ের সমাপ্তি
স্টিভ রোডস। ফাইল ছবি: বিডিক্রিকটাইম

২০২০ সাল পর্যন্ত রোডসের সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুক্তি থাকলেও তার কাজে খুশি না হওয়ায় চুক্তি বাতিলের সিদ্ধান্ত নেয় বোর্ড। সোমবার (৮ জুন) বাংলাদেশ দলের প্রধান কোচ রোডসকে নিয়ে মিটিংয়ে বসেন বিসিবি সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন, পরিচালক খালেদ মাহমুদ সুজন ও প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। ঐ মিটিং শেষে সংবাদমাধ্যমের সাথে কোনো কথা বলতে চাননি রোডস। দ্রুতই ত্যাগ করেন বিসিবি কার্যালয়।

Also Read - রোডসদের ভবিষ্যৎ জানা যাবে শ্রীলঙ্কা সিরিজের আগেই


এসময় নিজামউদ্দিন চৌধুরী সুজন জানিয়েছিলেন, বিশ্বকাপের পর আইসিসির এজিএম শেষ করে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন দেশে ফিরলে রোডসের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে কয়েক ঘণ্টা পার হতেই এবার জানা গেল- বাংলাদেশের প্রধান কোচ হিসেবে রোডসের সময় শেষ হচ্ছে আজকেই।

চলতি মাসের ২৩ তারিখ বাংলাদেশ দল যাবে শ্রীলঙ্কা সফরে। এই সফরে টাইগারদের কোচ হিসেবে দেখা যেতে পারে কোচিং স্টাফের অভিজ্ঞ সদস্য ও বোর্ড পরিচালক খালেদ মাহমুদ সুজনকেই। তবে গুঞ্জন রয়েছে, রোডসের আগে টাইগারদের কোচ হিসেবে কাজ করে নিজ থেকে বিদায় জানান চন্ডিকা হাথুরুসিংহেই আবার ফিরতে পারেন টাইগারদের নতুন কোচ হয়ে! সেক্ষেত্রে তিনিই হতে পারেন লঙ্কানদের বিরুদ্ধে টাইগারদের গুরু, যিনি কিনা বিশ্বকাপে লঙ্কানদের কোচ হিসেবেই কাজ করেছেন!

রোডসের চাকরি হারানোর খবর সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

প্রসঙ্গত, ২০১৮ সালের ৭ জুন স্টিভ রোডসের সাথে চুক্তি করে বিসিবি, যার মেয়াদ ছিল ২০২০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত। কিন্তু এক বছর আগেই রোডস হারালেন তার দায়িত্ব।

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন
Tweet 20
fb-share-icon20

Related Articles

মোসাদ্দেকের ভাবনায় তৃতীয় লিঙ্গের মানুষ

বাংলাদেশ সফরের আশা ছাড়ছেন না কামিন্স

ম্যাচ ফিনিশিং ও সাইকোলজিক্যাল মাইন্ড গেম

ড্রেসিংয়ের জন্য হাসপাতালেও যেতে পারছেন না সাদমান

এবার দুঃস্থদের পাশে দাঁড়ালেন বিজয় দম্পতি