Scores

‘বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের খেলোয়াড়েরা বিদেশিদের কাছাকাছি’

আসন্ন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে বেশ শক্ত নিয়ম করেছে সিসিডিএম। কোনো বিদেশি ক্রিকেটার ছাড়াই চলবে টুর্নামেন্ট। কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানাচ্ছেন ক্রিকেটাররা। ইমরুল কায়েস তো আরও এক কাঠি সরেস, জানালেন বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের খেলোয়াড়েরা বিদেশিদের কাছাকাছি।

ইমরুল কায়েস

ডিপিএল শুরুর ঘোষণার দিন সিসিডিএম থেকে জানানো হয়, ‘ঢাকা প্রিমিয়ার লিগে ছিল কিন্তু এনসিএল ও বিসিএলে ছিলনা, সেটা হল একজন বিদেশি ক্রিকেটার চুক্তিবদ্ধ করানো। এটা একটা সংস্কৃতি হয়ে গিয়েছে। এবছর সব স্থানীয় ক্রিকেটার নিয়ে এবারের প্রিমিয়ার লিগ অনুষ্ঠিত হবে। থাকবে না কোনো বিদেশি ক্রিকেটার।’

Also Read - হোটেলবন্দী বাংলাদেশ দল


দলবদলের দ্বিতীয় দিন আজ (বুধবার) গাজী গ্রুপ ক্রিকেটার্স ছেড়ে শেখ জামাল ধানমন্ডি ক্লাবে নাম লেখানো ইমরুল এ প্রসঙ্গে গণমাধ্যমের সাথে কথা বলেন। যেখানে ইমরুল বলেন, বাংলাদেশ ক্রিকেটের স্ট্যান্ডার্ট এখন আর ওই রকম নাই যে বিদেশি খেলোয়াড় এনে স্ট্যান্ডার্ড বাড়াতে হবে।

ইমরুল জানান, ‘অবশ্যই ইতিবাচক কারণ আমি বলবো যে বাংলাদেশের স্ট্যান্ডার্ড এখন আর ওই রকম নাই যে বিদেশি খেলোয়াড় এনে স্ট্যান্ডার্ড বাড়াতে হবে। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে এখন এতো ভালো ভালো কোয়ালিটি খেলোয়াড় হয়ে গেছে যারা আসলে অন্যান্য বিদেশিদের কাছাকাছি। তাই একটা খেলোয়াড় খেলার সুযোগ পাবে বাড়তি।’

এবারের লিগে নিজের লক্ষ্যর কথা জানাতে গিয়ে এ টপ অর্ডার ব্যাটসম্যান জানান, ‘প্রিমিয়ার লিগটা আমার ভালো খেলার চিন্তা ভাবনা শেখ জামাল দলের হয়ে খেলবো। শেখ জামালকে যতোটুকু সাপোর্ট দেয়ার বা যতটকু পারফরম্যান্স দেয়ার চেষ্টা করব। এটাই।’

‘প্রত্যেকটা খেলাই তো সিরিয়াসলি নেই কারণ বিসিএল-এনসিএল যদি সিরিয়াসলি না নেই তাহলেতো আপনি রান করতে পারবেন না। তাই পারফরম্যান্সের জন্য সব জায়গাতেই সিরিয়াসলি নিতে হয় শুধুমাত্র জাতীয় দলের লক্ষ্য রেখে নয়। আমার কাছে মনে হয় একজন প্রফেশনাল ক্রিকেটারকে সব জায়গাতেই সিরিয়াসলি নিতে হয়।’ সাথে যোগ করেন তিনি।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

বাংলাদেশকে বিশ্বকাপ জেতাতে চান ইমরুল

“নিজের নামের জন্য নয়, দেশের জন্য ক্রিকেট খেলব”

চার সতীর্থকে নিয়ে ফেসবুক লাইভে আসছেন সাকিব

হাতে ফোসকা পড়ে গেছে ইমরুলের

স্কিল-ফিটনেস বাড়িয়ে নেওয়ার সেরা সুযোগ দেখছেন ইমরুল