Scores

বাংলাদেশের জন্য ২০১৯ অনেক কঠিন হবে: বোর্ড সভাপতি

ক্রিকেটীয় দিক থেকে ২০১৯ সাল বাংলাদেশের জন্য অনেক কঠিন হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।

বাংলাদেশের জন্য ২০১৯ অনেক কঠিন হবে: বোর্ড সভাপতি

বুধবার সংবাদমাধ্যমের সাথে আলাপকালে তিনি জানান, এই বছরে অনভ্যস্ত পরিবেশে অধিক ম্যাচ খেলতে হবে বলে বছরটি বাংলাদেশের জন্য কঠিন হতে পারে।

পাপন বলেন, আপনি যখন ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা বা উইন্ডিজ- এই সমস্ত দেশে খেলতে যাবেন তখন অবশ্যই অনেক কঠিন হবে সেটাঅনেক কঠিন হবে এর কারণটি কী? কারণ আমরা এই ধরণের কন্ডিশনে খেলে অভ্যস্ত না।’

Also Read - টিম প্রিভিউ: কুমিল্লা ভিক্টোরিয়ান্স— সবচেয়ে খরুচে দলে তারাদের ভিড়


আমরা যে কন্ডিশনে খেলে অভ্যস্ত সেখানে আমরা পুরোপুরি ভিন্ন কন্ডিশন পাবোওটার সাথে আমরা যত তাড়াতাড়ি মানিয়ে নিতে পারি তত ভালোসেদিক থেকে আমি বলবো যে ২০১৯ অত্যন্ত কঠিন হবেআমাদের জন্য এটি অনেক কঠিন হবেশুধু তাই নয়, বাইরের সিরিজ গুলো ছাড়াও আমাদের সামনে বিশ্বকাপ আছে।’– বলেন তিনি।

এ সময় বিদায়ী ২০১৮ সালে টাইগারদের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন বোর্ড সভাপতি। তিনি বলেন, ২০১৮ সাল নিয়ে কোনো সমস্যা নেইঅবশ্য শুধু ২০১৮ সালই নয়, গত চার-পাঁচ বছর ধরেই ছেলেরা যে পারফরম্যান্স করছে তাতে আমরা সন্তুষ্টএকটি জিনিস প্রমাণিত হয়েছে যে আমাদের দেশে এবং এই উপমহাদেশে আমরা যে কাউকে হারাতে পারিএই বিশ্বাসটি এবং সামর্থ্যটি আমরা দেখাতে পেরেছি সবাইকে।’

তবে বিশ্বকাপের বছরে বাংলাদেশের ক্রিকেটাররা আত্মবিশ্বাসী জানিয়ে তিনি বলেন, ছেলেদের সাথে কথা বলে যেটি বুঝেছি যে তারাও আত্মবশ্বাসীবাইরে খেললে আমাদের যে অভিজ্ঞতা হবে সেটাও তারা জানেআমাদের অবশ্যই সেটা সাহায্য করবে বাইরে ভালো করার জন্য।’

২০১৮ সালের মূল্যায়নে পাপন জানান, ২০১৮ সাল ছিল আমাদের জন্য ভালো একটি বছরশুধু শেষটি ভালো হয়নিএরপরেও আমি বলবো যে উইন্ডিজদের মতো শক্তিশালী একটি দলের বিপক্ষে টেস্ট এবং ওয়ানডেতে জিতেছিকিন্তু আমরা টি-টোয়েন্টিতে হেরে গিয়েছি, এরপরেও এটি ভালো ম্যাচ ছিল এবং আমি মনে করি যে তারা আসলেই অনেক ভালো করেছে।’

আরও পড়ুন: “মাশরাফি বিশ্বকাপ খেলবে— এটি সাংঘাতিক ব্যাপার!”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন
Tweet 20
fb-share-icon20

Related Articles

সাইকেল চুরির অভিযোগে আটক অস্ট্রেলিয়ান সাবেক ক্রিকেটার

পাকিস্তানের নাগরিকত্বের জন্য আবেদন ক্যারিবীয় তারকার!

‘আমরা এখন আগের থেকে আরও শক্তিশালী’

বাংলাদেশি চ্যানেলে দেখা যাবে নারী বিশ্বকাপ

পাকিস্তানের ক্রিকেটে নিষিদ্ধ উমর আকমল