বাংলাদেশের প্রশংসায় পঞ্চমুখ শেবাগ-লক্ষ্মণ-কাইফরা
ভারতের বিপক্ষে এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ হারলেও অনন্য নজীর প্রতিস্থাপন করেছে লড়াকু মানসিকতার প্রমাণ দিয়ে। স্কোরবোর্ডে পর্যাপ্ত রান না থাকা সত্ত্বেও ভারতকে চেপে ধরে ম্যাচটা নিয়ে গেছে ইনিংসের শেষ বল পর্যন্ত। বাংলাদেশের এমন লড়াকু মানসিকতায় মুগ্ধ সাবেক ভারতীয় ক্রিকেটাররা।
মাশরাফি বিন মুর্তজা ও তার সতীর্থদের ম্যাচের শেষ বল অব্দি হাল না ছেড়ে বরং জয়ের জন্য লড়ে যাওয়ার মানসিকতার প্রশংসা করে ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যম ‘টুইটারে’ টুইট করেছেন বিরেন্দ্রর শেবাগ, ভিভিএস লক্ষ্মণ ও মোহাম্মদ কাইফদের মতো সাবেক ভারতীয় তারকা ক্রিকেটাররা।
বাংলাদেশকে ‘টুপি খোলা’ সম্মান জানিয়ে শেবাগ তার টুইটে লিখেছেন বাংলাদেশ, ‘এত কাছে তবু কত দূরে। এশিয়া কাপ জেতার জন্য ভারতকে অভিনন্দন। গুরুত্বপূর্ণ কিছু খেলোয়াড় ছাড়াও এমন উজ্জীবিত লড়াই উপহার দেওয়ায় বাংলাদেশের প্রতি টুপি খোলা সম্মান জানাচ্ছি। এ জয়ের পরও ভারতের উন্নতির অনেক জায়গা আছে। আমি আশাবাদী ওরা আরও ভালো করবে।’
Also Read - এশিয়া কাপের সেরা অধিনায়ক মাশরাফি: রমিজSo near yet so far from Bangladesh. Congratulations to Team India on winning the #AsiaCup2018 . Hats off to Bangladesh for such a spirited fight despite missing key players. India have a lot of areas to work upon despite winning this & I am hopeful, they will get better. #IndvBan
— Virender Sehwag (@virendersehwag) September 28, 2018
অন্যদিকে সাকিব-তামিমবিহীন বাংলাদেশ ক্রিকেট দলের শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ায় ও ক্রিকেটাররদের শরীরী ভাষায় মুগ্ধ হয়ে ‘টুপি খোলা’ সম্মান জানিয়ে লক্ষণ এক টুইটে লিখেন, ‘এশিয়া কাপ জেতায় ভারতকে অভিনন্দন। সাকিব ও তামিমকে ছাড়াই খেলেছে বাংলাদেশ। তবু দৃঢ়চেতা মনোভাব দেখিয়ে দুর্দান্ত লড়াই করেছে, হাল ছাড়েনি এবং নিজেদের শেষ বিন্দু দিয়ে লড়েছে—এ কারণে তাদের প্রতি বাংলাদেশের প্রতি টুপি খোলা সম্মান।’
Congratulations India on becoming #AsiaCup Champions. Hats off to Bangladesh for their splendid fight and attitude, for not giving up and playing out of their skins,this despite missing Shakib and Tamim. Special mention to Kedar Jadhav for his grit and commitment #IndvBan
— VVS Laxman (@VVSLaxman281) September 28, 2018
অন্যদিকে লড়াকু মানসিকতা দেখিয়ে শেষ বল পর্যন্ত ম্যাচটি নিয়ে যাওয়ায় বাংলাদেশের প্রশংসা করেন কাইফ। বাংলাদেশের পাশাপাশি নিজ দেশের বোলারদের প্রশংসা করে এক টুইটে তিনি লিখেন, ‘এশিয়া কাপ জেতায় ভারতকে অভিনন্দন। টুর্নামেন্টজুড়ে বোলাররা অপ্রতিরোধ্য ছিল, আমাদের এশিয়া কাপ জয়ের পেছনে যা প্রধান কারণ ছিল। শেষ পর্যন্ত খেলাটি নিয়ে যাওয়ার জন্য বাংলাদেশ নিজেদের সেরা সামর্থ্য দেখিয়েছে। অভিনন্দন।’
Congratulations India on winning the Asia Cup. The bowlers were phenomenal throughout the tournament and the main reason that we managed to win. Really special effort from Bangladesh to take the game so deep. Well done #IndvBan
— Mohammad Kaif (@MohammadKaif) September 28, 2018
আরো পড়ুনঃ এশিয়া কাপের সেরা অধিনায়ক মাশরাফি: রমিজ