Scores

বাংলাদেশের বিপক্ষেও উপেক্ষিত চান্দিমাল

বিশ্বকাপ স্কোয়াডে তাকে সুযোগ দেওয়া হয়নি বলে কম আলোচনা-সমালোচনা হয়নি। এবারো অভিজ্ঞ দীনেশ চান্দিমাল রয়ে গেলেন জাতীয় দলে ব্রাত্য। বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কা ওয়ানডে স্কোয়াডে তার জায়গা হচ্ছে না।

বাংলাদেশের বিপক্ষেও উপেক্ষিত চান্দিমাল

বাংলাদেশ সিরিজের জন্য ২২ সদস্যের যে প্রাথমিক দল নিয়ে ভাবছেন নির্বাচকরা, সেখানে নেই চান্দিমাল। এছাড়া তাকে দেওয়া হয়েছে কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে খেলার অনাপত্তিপত্র। যার অর্থ হচ্ছে- বাংলাদেশ সিরিজে তাকে নিয়ে ভাবছেন না লঙ্কান নির্বাচকরা।

Also Read - আফিফ-রেজায় বাংলাদেশের লড়াকু পুঁজি


উইকেটরক্ষক ব্যাটসম্যান চান্দিমাল শ্রীলঙ্কার জার্সি গায়ে খেলেছেন ১৪৬টি ওয়ানডে। এই ফরম্যাটে তার রয়েছে ৪টি শতক ও ২২টি অর্ধ-শতক। তার অভিজ্ঞতা বিবেচনায় রেখেও বিশ্বকাপ স্কোয়াডে নবীনদের প্রাধান্য দেয় টিম ম্যানেজমেন্ট, ফলে উপেক্ষিত থেকে যান চান্দিমাল।

বিশ্বকাপে দল প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে না পারায় অনুমান করা হচ্ছিল- এবার বুঝি অভিজ্ঞ চান্দিমালের দিকেই হাত বাড়াবেন নির্বাচকরা। তবে সেই অনুমান আবারো ভুল প্রমাণিত হল।

আগামী ২৫ জুলাই শুরু হবে গ্লোবাল টি-টোয়েন্টি। ২৬ জুলাই শুরু হবে শ্রীলঙ্কা-বাংলাদেশ তিন ম্যাচ ওয়ানডে সিরিজ। এই সিরিজে খেলার জন্য শ্রীলঙ্কা গ্লোবাল টি-টোয়েন্টি লিগে খেলার অনুমতি দেয়নি নিরোশাণ ডিকওয়েলা ও থিসারা পেরেরাকে। ডিকওয়েলার দলেই চান্দিমালকে যেতে হচ্ছে বদলি ক্রিকেটার হিসেবে।

শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে বাংলাদেশের স্কোয়াড ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে। সফরকে সামনে রেখে হোম অব ক্রিকেটে চলছে অনুশীলন। মিরপুরে ক্যাম্প শেষে বাংলাদেশ দল শ্রীলঙ্কার উদ্দেশে দেশ ত্যাগ করবে ২০ জুলাই। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে দুই দলের মধ্যকার সিরিজ তিনটি অনুষ্ঠিত হবে আগামী ২৬, ২৮ ও ৩১ জুলাই।

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

বাকিরা এসেছে আপনিও আসতেন, মুশফিককে বাবরের বার্তা

ভাড়া বিমানে পাকিস্তান যেতে যত খরচ হবে বিসিবির

পাকিস্তান-যাত্রার আগে দোয়া ও সমর্থন চাইলেন ক্রিকেটাররা

পাকিস্তান-বাংলাদেশ ম্যাচ দেখা যাবে যেসব চ্যানেলে

বাদ পড়লেন শচীন, সুযোগ পেলেন তার সতীর্থ